তিন ম্যাচের জন্য সাসপেন্ড হতে পারেন মোহম্মদ সালাহ

ইংলিশ প্রিমিয়ার লিগে স্টোক সিটির খেলোয়াড়কে আঘাত করার অভিযোগ উঠেছে লিভারপুলের খেলোয়াড় মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ’র বিরুদ্ধে। শনিবার অনুষ্ঠিত ম্যাচটির ভিডিও ফুটেজ খতিয়ে দেখছে ফুটবল এসেসিয়েশন (এফএ)। অভিযোগ প্রমাণিত হলে লিগে তিন ম্যাচ নিষিদ্ধ হতে পারেন। অবশ্য চলতি মরসুমে লিগে আর মাত্র ২টি ম্যাচ রয়েছে লিভারপুলের। লিগে নিজেদের ৩৬তম ম্যাচে স্টোক সিটির মুখোমুখি হয়েছিলো লিভারপুল। খেলাটি ছিলো লিভারপুলের মাঠে। সমানতালে লড়াই করে স্টোক সিটি ম্যাচটি গোলশূন্যভাবেই ড্র হয়।
ম্যাচের বিরতির কিছুক্ষণ আগে স্টোক সিটির ডিফেন্ডারের সঙ্গে বল দখলের সময়ে তার মুখে আঘাত করেন সালাহ। এরপর ম্যাচ শেষে সালাহ’র বিপক্ষে অভিযোগ আনে স্টোক সিটি। সেই অভিযোগ খতিয়ে দেখতে শুরু করেছে এফএ। এজন্য তিন সদস্যের একটি প্যানেলও গঠন করেছে এফএ। এফএ নিয়মের রয়েছে, যদি খেলা চলাকালীন ম্যাচ পরিচালনাকারীরা মাঠের সহিংস ঘটনাগুলো ভুলবশতঃ দেখতে না পারেন তবে প্রাক্তন রেফারিদের প্যানেলের সদস্যরা তাদের সর্বসম্মতিক্রমে ঐ খেলোয়াড়কে লাল কার্ড প্রদান করতে পারেন। সেক্ষেত্রে ভিডিও ফুটেজে সালাহ’র দোষ প্রমাণিত হলে লাল কার্ডের কারনে তিন ম্যাচের জন্য সাসপেন্ড হতে পারেন লিভারপুলের মিশরীয় তারকা। ফলে লিগের বাকী দু’ম্যাচে দর্শক হয়েই থাকতে হবে সালাহ’কে। আর একটি ম্যাচ আগামী মরসুমে খেলতে পারবেন না সালাহ।
ফাইল ছবি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*