‘আমাদের মুখ বন্ধ রাখতে চাইছে সরকার’- দিল্লিতে সাংবাদিক বৈঠক করে একথাই জানালেন বুদ্ধিজীবীরা

আমাদের মুখ বন্ধ রাখতে চাইছে সরকার। পাঁচজন সমাজকর্মীকে গৃহবন্দি করে রাখা হয়েছে।  হয়তো শীঘ্রই তাঁদের বিরুদ্ধে নতুন অভিযোগ আনা হবে। বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে এমনই আশঙ্কার কথা জানালেন বুদ্ধিজীবীরা।
এবছর জানুয়ারি মাসে মহারাষ্ট্রের ভীমা কোরেগাওঁ অঞ্চলে দলিত সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পুলিশের ধারণা, তার পিছনে মাওবাদীদের ইন্ধন ছিল। গত মঙ্গলবার দেশের বেশ কয়েকটি শহরে তল্লাশি চালিয়ে পুলিশ বিশিষ্ট তেলুগু কবি ভারভারা রাও সহ পাঁচজনকে গ্রেফতার করে।  কিন্তু সুপ্রিম কোর্ট বুধবার নির্দেশ দেয়, তাঁদের গৃহবন্দি রাখতে হবে। পুলিশ কাস্টডিতে রাখা যাবে না।
বুদ্ধিজীবীদের ধরপাকড়ের প্রতিবাদে বৃহস্পতিবার বিকাল চারটেয় দিল্লি প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন সাহিত্যিক অরুন্ধতী রায়, সমাজকর্মী অরুণা রায়, প্রশান্ত ভূষণ ও বেজওয়াদা উইলসন। তাঁরা বলেন, মানুষ যদি নিজের মতপ্রকাশ না করতে পারে, তাহলে ধরে নিতে হবে দেশে জরুরি অবস্থা চলছে।  যাঁরা গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে আন্দোলন করছেন, তাঁদের ওপরে আক্রমণ মানে দরিদ্র, প্রান্তিক মানুষের ওপরেই আক্রমণ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*