কবিতা- ‘উৎসর্গ রবীন্দ্রনাথ’

অংশুমান চক্রবর্তী,
আমি যদি তাকে নন্দিনী বলে ডাকি
সেও কি আমাকে রঞ্জন বলে ডাকবে?
‘আজি বরিষণ মুখরিত’ যদি গাই
সেও কি দুচোখে শ্রাবণ রাত্রি আঁকবে?
কৃষ্ণকলির রূপ কল্পনা করে
কপালে সেও কি পরবে কৃষ্ণ টিপ?
কোনোদিন যদি বিমলার কথা বলি
সেও কি বলবে নিখিলেশ-সন্দীপ?
কথায় কথায় অমলের কথা এলে
তখন সেও কি তুলবে সুধার কথা?
নষ্টনীড়ের প্রসঙ্গ যদি ওঠে
সেও কি বলবে বৌঠান চারুলতা?
একান্তে যদি শেষের কবিতা পড়ি
সেও কি খুঁজবে অমিত-লাবণ্যকে?
হবে এইসব? তবে আমি প্রেম দেব
না হলে ভুলেও চোখ রাখবো না চোখে

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*