কবিতা- ‘দুর্গা ভাবে’

জুলি লাহিড়ী,
দুর্গা যাবে বাপের বাড়ি
বুকিং করেছে ওলা গাড়ি ।
সঙ্গ নিলেন ত্রিশূল ধারী
মর্ত লোকে দিলেন পাড়ি ।
দুই বোনকে পাহাড়া দিতে
ভোলেনি কার্তিক ধনুক নিতে ।
গণেশ দাদাও আছেন সাথে
নিয়ে এসেছেন গদা হাতে ।
শিব ভাবছেন খাবো বিয়ার
পুরনো সাধ মিটবে হিয়ার ।
দুর্গার মনে অনেক আশা
ভক্ত দের দেন ভালোবাসা ।
কলেজ স্কোয়ার, মুদিয়ালি
শিবের পকেট করবে খালি ।
সময় পেলে দীঘা যাবে
সাগর দেখে প্রাণ জুড়াবে ।
অনেক আশা হৃদয় মাঝে
সেলফি তুলবে সকাল সাঁঝে ।
চারটে দিন কেটে যাবে
দুর্গা বসে একাই ভাবে ।
স্বর্গে আবার ফিরতে হবে
মনের ভাবনা মনেই রবে ।।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*