ট্রেনে মহিলাদের নয়া হাতিয়ার ‘প্যানিক বাটন’

বিশেষ প্রতিনিধি,

চলতি বছরেই ট্রেনের মহিলা কামরায় প্যানিক বাটন চালু করা হবে৷ প্যানিক বাটন নিরাপত্তা দেবে ‘মহিলা এবং শিশুদের, এমনই জানাচ্ছেন উত্তর পূর্ব রেলের প্রধান পিআরও সঞ্জয় যাদব৷ বেশ কয়েক বছর ধরেই উত্তর পূর্ব রেলওয়ে নারী নিরাপত্তায় জোর দিচ্ছে৷ এদিন সঞ্জয় যাদব বলেন এবছরই সাবার্বান রেলওয়ে পুলিশ মোতায়েনের সঙ্গে আরপিএফ-এ মহিলা পুলিশ নিয়োগেও জোর দেওয়া হচ্ছে৷

সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে যাদব বলেন মহিলাদের সাথে ঘটে যাওয়া বিভিন্ন দুর্ঘটনা এড়াতে ট্রেনের বিভিন্ন কামরায় প্যানিক বাটন এর ব্যাবস্থা রাখতে চান তারা, যেটি গার্ডের কামরার সাথে যুক্ত করা থাকবে।

মহিলাদের সুবিধা মতো জায়গায় সুইচটি থাকবে, যাতে তারা বিপদে পড়লে এটি ব্যবহার করতে পারেন। এই বাটন বিপদ সংকেত বাজিয়ে দেবে৷ ফলে ট্রেনে উপস্থিত রেলের স্টাফ ওই সংকেত অনুসরণ করে নির্দিষ্ট কামরায় তাড়াতাড়ি পৌঁছতে পারবেন৷

এখনও পর্যন্ত এই ধরণের সমস্যাজনক পরিস্থিতিতে পড়লে হেল্পলাইন নাম্বারে কল বা এসএমএস করে অথবা কামরার চেন টেনে মহিলাদের অপেক্ষা করতে হত৷ কিন্তু এই প্যানিক বাটন তাদের দিকে দ্রুত সাহায্য করতে পারবে বলে মনে করা হচ্ছে৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*