উপনির্বাচনে একের পর এক হার বিজেপির

বিশেষ প্রতিনিধি,

২০১৯ সালের সেমিফাইনালে কার্যত মুখ পোড়াল বিজেপি৷ বিহারের জোকিহাট বিধানসভা কেন্দ্রটি যে ভাবে লালুপ্রসাদ যাদবের আরজেডির দখলে গেল, তা লজ্জায় ফেলে দিয়েছে স্থানীয় বিজেপি নেতাদের। এছাড়াও উত্তরপ্রদেশের নুরপুরে জয়ীহয়েছেন সমাজবাদী পার্টির প্রার্থী৷ কর্ণাটকের আরআর নগরে জয়ীহয়েছে কংগ্রেস৷ কেরলের চেঙ্গান্নুরে জয়ী সিপিএম৷

জোকিহাটে দেখা গিয়েছে জেডি(ইউ) ভোট পেয়েছে ৩৭,৯১৩ টি। অন্য দিকে আরজেডি প্রার্থী ভোট পেয়েছেন ৭৬,০০২টি। অর্থাৎ আরজেডি প্রার্থী ৩৮,০৮৯টি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। গত ২৮ মে ১০টি বিধানসভা এবং চারটি লোকসভার উপনির্বাচনের ঠিক আগের দিন পরিকল্পিত ভাবে অর্ধসমাপ্ত দিল্লি-মেরঠ হাইওয়ের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটারদের প্রভাবিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল৷ তবে জনতা তার জবাব দিল ভোটবাক্সে৷ সবমিলিয়ে আপাতত লজ্জার হার দেখতে হচ্ছে তাদের৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*