করোনা মোকাবিলায় ২০ লক্ষ টাকা দিলো মোহনবাগান

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এবার এগিয়ে এলো মোহনবাগান। সদ্য আই লিগ জয়ী ক্লাব মুখ্যমন্ত্রীর বিপর্যয় মোকাবিলা তহবিলে ২০ লক্ষ টাকা তুলে দিয়েছে। ক্লাবের ওয়েবসাইটেই জানানো হয়েছে এই খবর।

মোহনবাগানের ফেসবুক পেজে লেখা হয়েছে, “ফুটবল মানে একতা। আবার ফুটবলের অর্থ মানবতাও। এই সঙ্কটজনক পরিস্থিতিতে আমরা সবাই মহামারির বিরুদ্ধে লড়াই করছি। জাতীয় ক্লাব হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে রাজ্যের বিপর্যয় মোকাবিলা তহবিলে ২০ লক্ষ টাকা অনুদান দেওয়া হল।’’

এই কঠিন পরিস্থিতিতে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছে ক্লাব। সমর্থকদের উদ্দেশে বার্তা দিয়েছেন সবুজ-মেরুনের আই লিগ জয়ের অন্যতম নায়ক ফ্রান গঞ্জালেজও। এক ভিডিও বার্তায় সমর্থকদের ঘরে থাকার অনুরোধ করেছেন তিনি। সেই ভিডিয়ো বার্তায় ‘দ্য বস’ বলেছেন, ‘‘স্পেন-সহ বিশ্বের বিভিন্ন দেশে করোনা-পরিস্থিতি ভয়ঙ্কর আকার নিয়েছে। এ তো আপনাদের সবারই জানা। এই পরিস্থিতিতে সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। আমি জানি আই লিগ জয় নিয়ে উচ্ছ্বাসে মেতে উঠতে চাইছেন সবাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আমরা আবার উচ্ছ্বাস করব।’’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*