বাংলায় দু’সপ্তাহে ২ হাজারের বেশি পুলিশ করোনা আক্রান্ত, মোদীকে পরিসংখ্যান দিলেন মমতা

বাংলায় পুলিশকর্মীদের মধ্যে করোনা সংক্রমণ বাড়ছে হুহু করে। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিসংখ্যান দিয়েছেন, তা রীতিমতো আঁতকে ওঠার মতো। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলায় কোভিড আক্রান্ত পুলিশকর্মীদের মধ্যে ১০ জনের মৃত্যুও হয়েছে।

মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, করোনা যুদ্ধে যাঁরা সামনে থেকে লড়তে গিয়ে ভাইরাস আক্রান্ত হচ্ছেন, তাঁদের সম্মান জানাতে একটি করে রুপোর ব্যাজ দেবে রাজ্য সরকার। ওই অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী পরিসংখ্যান দিয়েছিলেন, সেদিন পর্যন্ত বাংলায় ২৬৮ জন পুলিশকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। অর্থাৎ এই ১২ দিনে আরও দু’হাজারের বেশি পুলিশ কর্মী কোভিডে আক্রান্ত হয়েছেন।

তা ছাড়াও আশাকর্মী, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, প্যারামেডিক্যাল স্টাফ, সাফাইকর্মীরাও কোভিডে আক্রান্ত হচ্ছেন জেলায় জেলায়। তবে পুলিশের মধ্যে এই সংক্রমণ নিয়ে চাপ বাড়ছে প্রশাসনেও। সোমবার সকালেই জানা গিয়েছে কলকাতায় টালা থানার ওসি ও একজন কনস্টেবল কোভিডে আক্রান্ত হয়েছেন। চিৎপুর থানার ওসিকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে টালা থানার চার্জে পাঠিয়েছে লালবাজার। শুধু কলকাতা নয়। জেলাতেও পুলিশকর্মীদের মধ্যে সংক্রমণ ছড়াচ্ছে অস্বাভাবিক হারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*