মিলল না ব্যাঙ্কক যাওয়ার অনুমতি! মেনকার মামলা প্রত্যাহার হাইকোর্টের

ব্যাঙ্কক যেতে চেয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেন মেনকা গম্ভীর। সোমবার সেই মামলা প্রত্যাহার করে নিলেন তিনি।তাঁর আইনজীবী জানান, ফের নতুন করে আবেদন করবেন মেনকা। বিচারপতি রাজাশেখর মান্থা তাঁকে নতুন করে আবেদন করার অনুমতি দিয়েছেন। এর আগে কলকাতা হাই কোর্টে ব্যাঙ্ককে তাঁর মায়ের কাছে যেতে চেয়ে আবেদন করেন মেনকা গম্ভীর। উচ্চ-আদালতে জানান, তাঁর মা অসুস্থ। সেই কারণে মা-কে দেখতে ব্যাঙ্ককে যাওয়া তাঁর প্রয়োজন।

তখন মেনকার আবেদনে আপত্তি জানান ইডির আইনজীবী। ইডি’র আইনজীবী ফিরোজ এডুলজি।জানান, মেনকা গম্ভীরের নামে লুকআউট নোটিস জারি রয়েছে। তাই তাঁকে দেশের বাইরে যাওয়ার অনুমতি না দেওয়াই ভাল। প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর রাত্রি ৮টা নাগাদ ব্যাঙ্কক যাওয়ার সময় দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে মেনকাকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে অভিবাসন দফতরের বিরুদ্ধে। সেপ্টেম্বরেই ইডি-র বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মেনকা গম্ভীর। কলকাতা বিমানবন্দরে তাঁকে কেন আটকানো হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলে ইডি-র বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থও হন তিনি।

মেনকার আইনজীবীর প্রশ্ন ছিল, আদালতের নির্দেশ না থাকা সত্ত্বেও কেন বিদেশ সফরে বাধা দেওয়া হল মেনকাকে? যদিও, বিচারপতি মৌসুমি ভট্টাচার্য সওয়াল জবাবের পর জানিয়ে দেন ইডি ইচ্ছাকৃতভাবে তাঁকে বাধা দেননি। সেক্ষেত্রে মেনকার আবেদন খারিজ হয়ে যায় আদালতে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*