কেন্দ্রের ফ্রি টিকাকরণের সিদ্ধান্তকে স্বাগত জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

জাতির উদ্দেশে ভাষণ দিতে এসে সোমবার বিকেলে বড় ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, সমস্ত রাজ্যগুলিকে ফের একবার বিনামূল্যে টিকা প্রদান করবে কেন্দ্রীয় সরকার। রাজ্য়গুলিকে নিজের টাকা খরচ করে কোনও ভ্যাকসিন কিনতে হবে না। দেরিতে হলেও অবশেষে কেন্দ্রের নেওয়া এই সিদ্ধান্তকে কিছুটা তীর্যক সুরে স্বাগত জানিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্রের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ দিন সন্ধ্যায় টুইট করে মমতা লেখেন, গত ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে একাধিকবার কেন্দ্রকে সবাইকে বিনামূল্যে টিকাকরণের আবেদন তিনি জানিয়েছিলেন। অবশেষে ৪ মাস পর চাপের মুখে এই সিদ্ধান্ত নিতে হল মোদী সরকারকে। যদিও এই সিদ্ধান্ত আগে নিলে অনেক প্রাণ বাঁচত বলে টুইটে উল্লেখ করেছেন তৃণমূল নেত্রী।

মমতা এ দিন লিখেছেন, “গত ফেব্রুয়ারি মাসে এবং তার পরেও অনেকবার আমি প্রধানমন্ত্রীকে চিঠিতে লিখেছিলাম যেন সবাইকে বিনামূল্যে টিকা দেওয়া হয়। ওনার ৪ মাস সময় লাগল তবে বহু চাপের পর অবশেষে উনি আমাদের কথা শুনলেন এবং আমরা এতদিন যেটা চেয়েছিলাম সেটাই কার্যকর করলেন।” ।

পাশাপাশি মমতা আরও লেখেন, “এই অতিমারির শুরু থেকেই ভারতবাসীর সুস্থতাকে অগ্রাধিকার দেওয়ার উচিত ছিল। দুর্ভাগ্যবশত প্রধানমন্ত্রীর এই বিলম্বিত সিদ্ধান্তের কারণে অনেক মানুষের প্রাণ চলে গিয়েছে। আশা করব এ বার আরও সুচারুভাবে টিকাকরণ করা হবে এবং প্রোপাগান্ডা ছেড়ে মানুষের দিকে নজর দেওয়া হবে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*