প্রথম ম্যাচেই হার! আইপিএল-এ ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে ৭ রানে পরাজয় নাইট বাহিনীর

হার দিয়ে আইপিএলের অভিযান শুরু করল কলকাতা নাইট রাইডার্স। এদিন প্রথম ম‍্যাচে ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে ৭ রানে পাঞ্জাব কিংসের কাছে হারল নীতীশ রানারা। বৃষ্টির জন্য বন্ধ হয়ে যায় পাঞ্জাব বনাম কলকাতা ম্যাচ। এরপর আর খেলা চালু করা যায়নি। যার ফলে শেষমেশ ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে ৭ রানে ম‍্যাচ হেরে যায় কলকাতা।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক নীতীশ রানা। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান করে শিখর ধাওয়ানরা। পাঞ্জাবের হয়ে অর্ধশতরান করেন রাজাপাকসা। ৪০ রান করেন অধিনায়ক শিখর ধাওয়ান। ২৬ রানে অপরাজিত স‍্যাম কুরান। নাইটদের হয়ে দুই উইকেট নেন টিম সাউদি। একটি করে উইকেট নেন উমেশ যাদব, সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী।

জবাবে ব‍্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নাইট শিবির। ২ রান করে আউট হন মনদীপ সিং। গুরবাজ করেন ২২ রান। ভেঙ্কটেশ আইয়র করেন ৩৪ রান। রাসেল করেন ৩৫ রান। রাসেল ফিরে যেতেই নাইটদের জয়ের আশা কার্যত শেখানেই শেষ হয়ে যায়। তবে চেষ্টা চালিয়ে যেতে থাকেন শার্দূল ঠাকুর ও সুনীল নারিন। বৃষ্টিতে ম্যাচ বন্ধ হয়ে যাওয়ার আগে কলকাতার স্কোর ছিল ৭ উইকেটে ১৪৬। শেষ ২৪ বলে দরকার ছিল ৪৬ রান। কিন্তু বৃষ্টির কারণে আর খেলা শুরু করা যায়নি। শেষমেশ ডার্কওয়ার্থ লুইসে ৭ রানে হার স্বীকার করতে হয় নাইটবাহিনীকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*