জ্যোতিপ্রিয়র দফতর কার হাতে থাকবে? কী ঠিক হল ক্যাবিনেট বৈঠকে?

রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। দিন কাটছে ইডি হেফাজতে। কিন্তু, তাঁর জায়গায় বর্তমানে দফতরের দায়িত্ব কে সামলাবেন তা নিয়ে জল্পনা চলছিলই। সকলেরই নজর ছিল বুধবারের ক্যাবিনেট বৈঠকের দিকে। নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয় কিনা তা নিয়ে চলছিল চর্চা। যদিও বৈঠক শেষে সেরকম কিছু হল না। সূত্রের খবর, জ্যোতিপ্রিয়র গ্রেফতারির পর থেকে দফতরের দায়িত্ব সামলাচ্ছেন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। বর্তমানে তাঁর উপরেই দায়িত্ব থাকছে বলে বন দফতর সূত্রে খবর। কোনও অন্য মন্ত্রীকে দেওয়া হচ্ছে না বর্ধিত দায়িত্ব।

সূত্রের খবর, এদিন মোট ২৫ মিনিটের বৈঠক হয়। সেখানেই ফের একবার জ্যোতিপ্রিয়র পাশে দাঁড়িয়ে মমতা বলেন, বালুকে ফাঁসানো হয়েছে। এরপরই উত্তর ২৪ পরগনার মন্ত্রীদের উদ্দেশে বার্তা দিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, “উত্তর ২৪ পরগনার মন্ত্রীদের আরও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আরও ভাল করে কাজ করতে হবে।” 

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর তড়িঘড়ি তাঁর মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হলেও জ্যোতিপ্রিয়র ক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছে অন্য চিত্র। তাঁর হয়ে ব্যাটন ধরেছেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা। তাঁর তোলা যড়যন্ত্রের তত্ত্বে সিলমোহরও দিয়েছেন। সুর চড়াতে দেখা গিয়েছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। সে কারণেই বালুর দফতরের দায়িত্ব নিয়ে স্বভাবতই চড়ছিল জল্পনার পারদ। 
এদিকে এদিনও ফের নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। এদিন তাঁকে সিজিও কমপ্লেক্স থেকে কম্যান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানেই তিনি বলেন, “আমি সমস্ত ব্যাপারে নির্দোষ জেনে রাখুন। ১৩ তারিখ যখন ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে তখন বুঝে যাবেন। আমি কোনও অন্যায় করিনি।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*