বিরিয়ানি খেয়ে বিপাকে জেএনইউর ৪ পড়ুয়া

ক্যাম্পাসের মধ্যে বিরিয়ানি রান্না করে খাওয়ায় জরিমানা করল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। জেএনইউর ৪ পড়ুয়াকে ৬,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জরিমানার টাকা ১০দিনের মধ্যে জমা দিতে হবে। নাহলে সেক্ষেত্রে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, গত ২৭ জুন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের তত্কালীন সভাপতি মোহিত পাণ্ডে ও শতরূপা চক্রবর্তী কয়েকটি বিষয়ে আলোচনার প্রস্তাব নিয়ে উপাচার্যের কাছে যান। পড়ুয়াদের দাবি, বার বার অনুরোধ করা সত্ত্বেও তাঁদের সঙ্গে কথা বলতে রাজি হননি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এরপরই ছাত্র সংসদ সভাপতি ছাড়া অনান্য পড়ুয়ারা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের বাইরে সারা রাতব্যাপী জমায়েত করেন। সেই প্রতিবাদ সমাবেশেই বিরিয়ানি রান্না করে খান পড়ুয়ারা। ক্যাম্পাসের মধ্যে এভাবে রান্না করে খাওয়ার ঘটনাকে ‘নিয়মবিরুদ্ধ’ বলে উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসঙ্গে ভবিষ্যতেও যাতে কোনও পড়ুয়া এধরনের কাজ না করে, সেবিষয়েও সতর্ক করে দেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*