মমতার পাড়ায় প্রতি রবিবার জনতার দরবার

তৃণমূল ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক কর্মসূচি সাফল্যের মুখ দেখেছে। “দিদিকে বলো”-তে ফোন করে মুখ্যমন্ত্রীকে সরাসরি তাঁদের অভাব-অভিযোগ-সমস্যার কথা জানিয়ে সুফল পেয়েছেন আমজনতা। আবার চলতি বছরের শুরু থেকে “সুরক্ষা কবচ” নিয়ে “দিদির দূত”রা পৌঁছে গিয়েছেন মানুষের দুয়ারে দুয়ারে। সাধারণ মানুষকে আরও বেশি করে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে ফের চালু হচ্ছে দিদির পাড়ায় রবিবার “জনতার দরবার”! তবে এই কর্মসূচি নতুন নয়, নতুন মোড়কে আত্মপ্রকাশ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর এই জনতার দরবার শুরু হয়েছিল। কিন্তু করোনা পর্বে তা বন্ধ হয়ে যায়। রবিবার থেকে তা ফের চালু হল।

কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলিতে ঢুকতেই রয়েছে মিলন সঙ্ঘ। সেখানেই প্রতি রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বসবে জনতার দরবার। থাকবেন সমস্ত পর্যায়ের জনপ্রতিনিধিরা। প্রশাসনের আধিকারিকরাও থাকবেন বলে জানা যাচ্ছে। কোনও সমস্যা থাকলে তার দ্রুত সমাধান করে মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়াই জনতার দরবারের মূল লক্ষ্য। এই কর্মসূচিতে মানুষের সঙ্গে সরাসরি কথা বলা হবে। কোনও চিঠিপত্র দিতে চাইলেও তা জমা করা যাবে।

একটা সময় এই কর্মসূচি নিয়ম করে প্রতি রবিবার হতো। যেখানে হাজির থাকতেন দলের শীর্ষ নেতৃত্ব। তাঁদের কাছে মানুষ নিজেদের চাহিদার কথা জানাতে পারতেন। মানুষের কথা সরাসরি চলে যেত মুখ্যমন্ত্রীর কানে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*