আজ সেঞ্চুরিয়নে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা

আজ, রবিবার সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ছয় ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে খেলতে নামছে ভারত। ডারবানে প্রথম ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে। দলের ভারসাম্য বজায় রাখতে উইনিং কম্বিনেশন ধরে রাখবে এই ম্যাচে। যার অর্থ চার নম্বরেই ব্যাট করবেন আজিঙ্ক রাহানে। আগের ম্যাচে রাহানে এবং কোহলি জুটির ১৮৯ রান ভারতকে জিতিয়েছে। রাহানে ৭৯ রান করেছেন। বিদেশের পিচে বিশেষ করে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের পিচে রাহানেই হলো আদর্শ ৪ নম্বর ব্যাটসম্যান। এই চার নম্বরে ব্যাট করার জন্য ঘুরিয়ে ফিরিয়ে অনেককেই সুযোগ দেওয়া হয়েছিল। কে এল রাহুল, মণিশ পান্ডে, দিনেশ কার্তিক এবং শ্রেয়স আইয়ার। একমাত্র শ্রেয়স আইয়ার কিছুটা হলে সফল। কিন্তু দেশের মাঠে সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে। বিদেশের পিচে জেতার জন্য চার নম্বরে আপাতত রাহানের ব্যাটিং-এর ওপরই ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। সাংবাদিক সম্মেলনে এসে রাহানে জানালেন, আমি যে ধরনের ব্যাটটা করি, তাতে চার নম্বরে খেলতে পারলে আমি স্বাচ্ছন্দ বোধ করব। আমি এখন অনেক পরিণত। আমি জানি চার নম্বরে নেমে ওয়ান ডে ক্রিকেটে কী ভাবে ইনিংস তৈরি করতে হয়। বিরাট কোহলিও তাঁর ব্যাটিং-এর প্রতি আস্থা রেখেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*