সিপিএমের দলীয় মুখপত্রের সম্পাদক শমীক লাহিড়ি

জল্পনা সত্যি হল। সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীতে ব্যাপক রদবদল। তিনদিনের বর্ধিত অধিবেশন শেষে সেই রদবদলের কথা জানানো হল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে। সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীতে স্থায়ী আমন্ত্রিত সদস্য হলেন রাজ্যসভার সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং ডিওয়াইএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্য। রাজ্য কমিটিতে ঠাঁই পেলেন ফৈয়াজ আহমেদ খান। তিনি কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ ছিলেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন দলীয় মুখপত্রের সম্পাদক পদে। দেবাশিস চক্রবর্তীর বদলে ‘গণশক্তি’র সম্পাদক হলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক তথা কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ি। তবে তাঁর জায়গায় জেলা সম্পাদকের পদে কে আসবেন, তা এখনও স্থির হয়নি।

গণশক্তি’র সম্পাদক পদে যে বদল আসবে, সেই ইঙ্গিত মিলেছিল আগেই। দলের রাজ্য কমিটির বর্ধিত অধিবেশনে সেই সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হল। দলীয় সূত্রে খবর, শমীক লাহিড়ির সঙ্গে সিপিএমের বর্তমান রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের যথেষ্ট ঘনিষ্ঠতা রয়েছে। এছাড়া দীর্ঘদিন ধরে শমীকবাবু সংগঠনের কাজ অত্যন্ত দক্ষতার সঙ্গে করার পাশাপাশি আজকের প্রযুক্তির যুগের সঙ্গে তাল মিলিয়ে চলেন। ডিজিটাল বিষয়ে তিনি বেশ সড়গড়। সেই কারণে তাঁকে ‘গণশক্তি’র সম্পাদক পদে আনা হল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*