আজ চলছে ষষ্ঠ দফার লোজসভা নির্বাচন। সকাল থেকেই কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এখনও পর্যন্ত শান্তিপূর্ণ চলছে ভোটগ্রহণ। তবে এক অভিযোগ উঠে এসেছে কেশপুর থেকে সেখানকার বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে বুথে ঢুকতে দিচ্ছেনা গ্রামবাসী। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী সামলাচ্ছে পরিস্থিতি।
এছাড়া ভারতী ঘোষের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে তিনও বুথের মধ্যে ভিডিও ক্যামেরা করছিলেন, যা নিঃসন্দেহে নির্বাচনী আচরণবিধিকে ভঙ্গ করেছে। ব্যাপারটা খতিয়ে দেখে তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন এমনটাই জানা গেছে। এর আগেও ভারতী ঘোষের গাড়ী থেকে লক্ষাধিক টাকা উদ্ধার করা হয় তখনও নির্বাচন আচরণবিধিকে ভঙ্গ করেন তিনি, তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেওয়া হয়৷ এছাড়াও হুমকি, ও অন্যান্য বিতর্ক এর আগেও জড়িয়ে পড়েছেন ঘাটালের এই বিজেপি প্রার্থী ভারতী ঘোষ।
Be the first to comment