রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে বার্তা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের – নির্ভয় কাজ করুন

নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বুধবার শহরে পা রেখেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক(সিইও) আজিজ আফতাককে বার্তা দিলেন তারা নির্ভয় কাজ করুন।কমিশনের নির্দেশ কে কার্যকর করতে যথাযথ পদক্ষেপ নিন।আমরা জানি কি ভাবে ভোট করাতে হয়।

গতকাল অর্থাৎ বুধবার সন্ধ্যায় মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার নেতৃত্বে রাজ্যে পৌঁছায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।এর পরেই তারা বৈঠকে বসেন সিইও আজিজ আফতাককের সাথে।
এছাড়া এদিন রাজ্যের পুলিশ নোডাল অফিসার তথা এডিজি আইন শৃঙ্খলা জ্ঞানবন্ত সিংয়ের সাথেও বৈঠক হওয়ার কথা ছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের।
শেষ মুহূর্তে এই সূচি পরিবর্তন হয় জ্ঞানবন্ত সিং জানিয়েছে আজ বৃহস্পতিবার সকাল ৯.৩০ টা নাগাদ তার বৈঠক হবে কমিশনের ফুল বেঞ্চের সাথে।
অন্যদিকে আজিজ আফতাককের সাথে বৈঠকে তারা তাদের করা নির্দেশ স্পষ্ট ভাবেই জানিয়ে দিয়েছেন।সিইও দফতরের কাজে তারা সন্তোষ প্রকাশ করে জানিয়েছেন এ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থতি নিয়ে কমিশন যথেষ্ট ওয়াকিবহাল।তারা আরো বলেন কমিশনের চোখ,নাক,মুখ বলতে যা বোঝায় তা হলো মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। তাদের নির্দেশ পালনে যেন কোনো খামতি না ঘটে ।নির্বাচন কমিশনের সাথে যুক্ত আধিকারিক দের যথেষ্ট নিরপেক্ষতার সাথেই কাজ করতে হবে এমন তাও তারা বলেন।
পশ্চিমবঙ্গে এবার ১০০ শতাংশ হিংসা মুক্ত নির্বাচন করতে তারা সম্পূর্ণ সচেষ্ট। কোনো রকম ভুল তারা বরদাস্ত করবেন না।জেলা প্রশাসনিক কমিশনের কাছেও এই বার্তা স্পষ্ট করে দেওয়ার নির্দেশ দিয়েছে ফুল বেঞ্চ।
এবারে একুশের নির্বাচন যাতে সম্পূর্ণ নির্বিঘ্নে ও হিংসা মুক্ত হয়ে সম্পূর্ণ হয়ে সেই দিকে অত্যন্ত সজাগ এবার কমিশনের ফুল বেঞ্চ।হিংসা ঠেকাতে তারা সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করতেও প্রস্তুত। উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন আগেই রাজ্যে এসেই তার মনোভাব স্পষ্ট করে বলেন ‘ রাজ্যে বিগত নির্বাচন গুলিতে যে হিংসার ছবি ধরা পড়েছে এবার তা আগে তার পুনরাবৃত্তি ঠেকাতে আগে থেকেই হল ধরতে চায় কমিশন ‘।এছাড়াও আইন শৃঙ্খলা ও প্রশাসনিক আধিকারিকদেরও কড়া বার্তা তিনি দিয়েছিলেন।অবিলম্বে যাতে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হয় এবং আইন শৃঙ্খলার হাল ফেরাতে যথাযথ পদক্ষেপ নেওয়া যাতে হয়।এর একটি বিস্তারিত রিপোর্ট ও তিনি জমা দেন
আজ বৃহস্পতিবার প্রথমার্ধে এডিজি আইন শৃঙ্খলা জ্ঞানবন্ত সিংয়ের সাথে বৈঠকের পরে বিভিন্ন রাজনৈতিক দল, জেলা প্রশাসন ও নির্বাচন কাজে যুক্ত বিভিন্ন আধিকারিকদেরও সাথেও বৈঠকে বসবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।
এরপর আগামী কাল অর্থাৎ শুক্রবার তারা বৈঠকে বসবেন রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি ও রাজ্যে প্রশাসনের উচ্চ পদস্থ কর্তাদের সাথে।
রাজ্যে পা রেখেই গতকাল সুনীল আরোরা বলেন পশ্চিমবঙ্গে এটি আমার দ্বিতীয় সফর। তিনি আরও বলেন সাংবাদিক বৈঠকে সব প্রশ্নের উত্তর দেবেন। শুক্রবার তারা আবার দিল্লি রওনা দেবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*