ইবোলা ভাইরাসে আক্রান্ত কঙ্গো, বাড়ছে মৃতের সংখ্যা

বিশেষ প্রতিনিধি,

গণপ্রজাতন্ত্রী কঙ্গোর উত্তর-পশ্চিমে ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৩ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে৷ ৫০০ জনের শরীরে ধরা পড়েছে এই ভাইরাসের প্রকোপ৷

এনিয়ে নয় বার ইবোলা ভাইরাসের আক্রমণ হল ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে। বিবিসি জানিয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলের বিকোরো শহরে দেখা দিয়েছে ইবোলা। সেখান থেকে ছড়িয়ে পড়ছে দ্রুত৷ কঙ্গোতে এর আগে ২০১৭ সালে সর্বশেষ ইবোলা সংক্রমণ দেখা গিয়েছিল। সেবার মারা গিয়েছিল চারজন। ২০১৪ সালে আফ্রিকার গিনি, সিয়েরা লিয়ন ও লাইবেরিয়ায় ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায় ১১ হাজারেরও বেশি মানুষ।

বুধবার নতুন করে দুজন ইবোলায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে কঙ্গোর স্বাস্থ্যমন্ত্রক৷ বিকোরো শহরে ইবোলা আক্রান্ত সন্দেহে ৫ ব্যক্তির নমুনা সংগ্রহ করার পর, দুইজনের শরীরে ভাইরাস পাওয়া যায়। সংক্রমণ নিয়ন্ত্রণে কঙ্গো সরকারকে ১০ লাখ ডলারের সহায়তা দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। এছাড়া কঙ্গোতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন হু-র ৫০ জনেরও বেশি চিকিৎসক৷

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*