অবশেষে ফের ধূপগুড়ির নবনির্বাচিত বিধায়কের শপথের দিনক্ষণ চূড়ান্ত করেছে রাজভবন।শনিবার বিকেলে রাজভবনে বিধায়ক নির্মলচন্দ্র রায়কে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।তাই পরিষদীয় দল নির্মলচন্দ্র রায়কে কলকাতায় চলে আসার নির্দেশ দেয়।শুক্রবার বিধায়ক কলকাতা এসেছেন।
শুক্রবার দুপুর ১২টা নাগাদ নির্মলচন্দ্র রায় সপরিবারে দমদম বিমানবন্দরে নামেন। দিনভর তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। বিধানসভায় পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন তিনি।কিন্তু শহরে আজ একাধিক মিছিল, কর্মসূচি থাকায় তিনি বিমানবন্দরেই আটকে পড়েন।এমনকী, তাঁকে আনতে যাওয়ার গাড়িও যানযটে আটকে সময়মতো পৌঁছতে পারেনি। বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর তিনি নিজেই অ্যাপ ক্যাব বুক করেন। তাতেই পৌঁছন এমএলএ হস্টেলে। বিমানবন্দরেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। জানান, অবশেষে যে শপথ নিতে পারছি, এটাই আনন্দের। নাহলে কাজ করতে পারছিলাম না। আজ পরিষদীয় দলের বৈঠক। মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা হবে আমার। উনি পরামর্শ দেবেন। বিধায়ক হয়ে কীভাবে কাজ করব, তা উনি বলে দেবেন।
তিনি আরও বলেন,আলাদা করে কোনও পরিকল্পনা নেই। তবে আমাদের যে প্রতিশ্রুতি ছিল, ধূপগুড়িকে মহকুমা তৈরির কাজই আগে করব। তার পদ্ধতি ধীরে ধীরে শুরু করব। আর এলাকাবাসীর যা যা দরকার, সেটা প্রয়োজন বুঝে কাজ করব।জানা গিয়েছে, শনিবার রাজভবনে শপথ অনুষ্ঠানে থাকবেন না বিঝানসভার স্পিকার ও পরিষদীয় মন্ত্রী। অনুষ্ঠানে যোগ দেবেন শাসকদলের উপ মুখ্য সচেতক তাপস রায়।
Be the first to comment