পুজোগুলো বাংলার পরিচয়ঃ রাজ্যপাল

অষ্টমীর দিন ২৪ শে অক্টোবর শনিবার রাজ্যপাল জগদীপ ধনকড় বেলুড়মঠে যান পুষ্পাঞ্জলী দিতে। সঙ্গে ছিলেন ওনার স্ত্রী সুদেশ ধনকড়। তারপর তিনি সস্ত্রীক যান বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে। তাঁর বাড়ি থেকে বেরিয়ে রাজ্যপাল সকলকে মহাষ্টমী শুভেচ্ছা জানান এবং তিনি বলেন কোভিড এর জন্য উৎসব পালন করা যাচ্ছে না। কিন্তু পুজো হলো বাংলার পরিচয়।

পূজা ছাড়া বাংলাকে কল্পনা করা যায় না। যে বাংলার পুজো দেখিনি তারা বুঝতে পারবে না এখানকার শিল্পী কারিগররা কি অপূর্ব দক্ষতায় প্যান্ডেল প্রতিমা তৈরি করে এবং তিনি বলেন আমি দু’দশক ধরে বাংলার পুজো দেখে আসছি। এখন রাজ্যপাল হওয়ার জন্য বাংলায় পূজার সঙ্গে আরও বেশি করে সম্পৃক্ত হয়েছি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*