প্রথম টেস্ট ট্রিপল সেঞ্চুরি ওয়ার্নারের, ভাঙলেন ব্র্যাডম্যানের রেকর্ড

কেরিয়ারের প্রথম টেস্ট ট্রিপল সেঞ্চুরির স্বাদ পেলেন ডেভিড ওয়ার্নার। শনিবার পাকিস্তানের বিরুদ্ধে অ্যাডিলেড ওভালে সপ্তম অজি ক্রিকেটার হিসাবে টেস্টে ত্রি-শতরান করলেন ওয়ার্নার। ম্যাচের ১২০ নম্বর ওভারে মহম্মদ আব্বাসের বল পুল করে ৩৮৯ বলে ৩০০ রানের মাইলস্টোন স্পর্শ করেন ওয়ার্নার।

ওয়ার্নার চতুর্থ অজি ওপেনার ও সপ্তম অস্ট্রেলিয়ার ক্রিকেটার হিসাবে টেস্টে এই পরিসংখ্যান স্পর্শ করেন। এখানেই শেষ নয় এদিন ওয়ার্নার মার্ক টেলর ও স্যার ডন ব্রাডম্যানের একক ইনিংসে সর্বোচ্চ টেস্ট রান (৩৩৪) টপকে গেলেন। তিনি অপরাজিত থাকলেন ৩৩৫ রানে।

ব্রাডম্যানের আরও একটি রেকর্ড ভাঙেন ওয়ার্নার। অ্যাডিলেড ওভালে ব্রাডম্যানেরই সর্বোচ্চ রানের নজির ছিল। ১৯৩২-এর ২৯ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্রাডম্যান ২৯৯ রানে অপরাজিত ছিলেন। ৮৭ বছর পর সেই রেকর্ড ভাঙল ওয়ার্নারের ব্যাটে।

দেখতে গেলে ওয়ার্নারের এই ত্রি-শতরান কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানের হাত থেকে এল সাত বছর পর। প্রাক্তন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক ২০১২ -র জানুয়ারিতে ৩২৯* করেছিলেন ভারতের বিরুদ্ধে। সব টেস্টের বিচারে তিন বছর পর বাইশ গজ দেখল ট্রিপল সেঞ্চুরি। শেষবার ২০১৬-র ডিসেম্বরে করুণ নায়ারের ব্য়াট থেকে ৩০৩* রান এসেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। এবং ২০১৪-তে বাংলাদেশের বিরুদ্ধে কুমার সঙ্গকারারা (৩১৯) পর এই প্রথম কোনও বাঁ-হাতি ব্যাটসম্যান ৩০০ করলেন টেস্টে।

দিন-রাতের টেস্টে এটি দ্বিতীয় ট্রিপল সেঞ্চুরি। ২০১৬ সালে পাকিস্তানের আজহার আলি দুবাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩০২* করেছিলেন। তারপর ওয়ার্নারের এই ট্রিপল। যদিও ওয়ার্নারই এখন গোলাপি বলে দিন-রাতের টেস্টে সর্বোচ্চ স্কোরার।

ওয়ার্নারের ৩৮৯ বলে ৩০০ রানের ইনিংসই বাইশ গজে চতুর্থ দ্রুততম ত্রি-শতরান। সবার আগে এখনও বিরাজমান ভারতের বীরেন্দ্র শেহওয়াগ। বীরু ২০০৭-০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চেন্নাইয়ে ২৭৮ বলে ৩০০ রানের মাইলস্টোন লিখেছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*