প্রয়াত কিংবদন্তি ফুটবলার চুনি গোস্বামী

পিকে পর চলে গেলেন আরও এক কিংবদন্তি ফুটবলার চুনি গোস্বামী। বৃহস্পতিবার ৮৩ বছর বয়সে তাঁর জীবনাবসান হয়।

বৃহস্পতিবার বিকেল পাঁচটায় একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রাক্তন ফুটবলার। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন ৮২ বছরের ভারতীয় ফুটবল নক্ষত্র। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ভারতীয় ফুটবল মহলে।

১৯৬২ সালে চুনী গোস্বামীর অধিনায়কত্বেই এশিয়ান গেমসে সোনা জিতেছিল ভারতীয় ফুটবল দল। স্ট্রাইকার হিসেবে ৫০টি আন্তর্জাতিক ফুটব্যাল ম্যাচ খেলেছিলেন চুনী। আজীবন মোহনবাগানের হয়ে ফুটবল খেলেছেন তিনি। ঘরোয়া লিগে মোহনবাগানের হয়ে সবচেয়ে সফল চুনী। ১৯৬৩ সালে অর্জুন পুরস্কার, ১৯৮৩ সালে পদ্মশ্রী এবং ২০০৫ সালে মোহনবাগান রত্ন পুরস্কারে সম্মানিত হন চুনী গোস্বামী।

এছাড়াও প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলার হয়ে রঞ্জি ট্রফির ম্যাচও খেলেছেন। ১৯৭১-৭২-এ তাঁর নেতৃত্বেই রঞ্জি ফাইনালে পৌঁছেছিল বাংলা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*