আয়করের ক্ষেত্রে বাজেটে কী ঘোষণা করল মোদী সরকার?

বাজেট ঘোষণার সময় সাধারণ মানুষের নজর থাকে করের দিকে। কত টাকা আয় পর্যন্ত কর ছাড় দেওয়া হবে, তা শোনার জন্য অপেক্ষা করেন সরকারি বা বেসরকারি কর্মী থেকে ব্যবসায়ী প্রত্যেকে। চাকরি বা ব্যবসা থেকে যে আয় হয়, তার ওপর সরকার নির্ধারিত হারে দিতে হয় আয়কর। সেই টাকাতেই সরকার সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে থাকে।

কর নিয়ে ঠিক কী কী বললেন অর্থমন্ত্রী

১. ১০ বছরে প্রত্যক্ষ কর সংগ্রহের পরিমাণ বেড়েছে। রিটার্ন ফাইল করার প্রবণতা বেড়েছে ২.৪ গুন।

২. করদাতারা যে কর দিচ্ছেন, তা দেশের ও উন্নয়নে ও দেশবাসীর পরিষেবার কাজে ব্যবহার করা হচ্ছে। করদাতাদের অবদানের জন্য তাঁদের ধন্যবাদ জানায় সরকার।

৩. এবার অন্তর্বর্তী বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী, তাই আয়করের ক্ষেত্রে কোনও পরিবর্তন করা হয়নি। অর্থাৎ আয়কর ছাড়ের মেয়ার অপরিবর্তিত থাকছে।

৪. সরকার করের হার কমিয়ে দিয়েছে। বর্তমানে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোনও কর দিতে হয় না। ২০১৩-১৪ অর্থবর্ষে এই অঙ্কটা ছিল ২.২ লক্ষ টাকা।

৫. করদাতাদের যাতে ঠিক মতো পরিষেবা দেওয়া যায়, সে দিকেই নজর দেওয়া হয়েছে গত ৫ বছরে।

৬. আয়কর রিটার্ন ফাইল করার পদ্ধতি অপেক্ষাকৃত সহজ করা হয়েছে। ২০১৩-১৪ অর্থবর্ষে রিটার্ন ফাইল প্রক্রিয়া সম্পূর্ণ হতে সময় লাগত ৯৩ দিন, সেটা কমিয়ে বর্তমানে ১০ দিন করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*