বিজেপির বিরুদ্ধে লড়াই চালাবে বায়রন: স্বাগত জানিয়ে মন্তব্য অভিষেকের

মাত্র ৩ মাস। তার মধ্য়েই হাত ছেড়ে জোড়াফুলে সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাস। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে গিয়ে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন বায়রন। সেখানেই তাঁর হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূলে যোগ দেন তিনি। আর তারপরই বায়রনকে পাশে বসিয়ে বাম-কংগ্রেস-আইএসএফ-এর রামধনু জোটকে তীব্র কটাক্ষ করলেন অভিষেক। তাঁর কথায়, বিজেপির বিরুদ্ধে একমাত্র তৃণমূলই লড়াই চালিয়ে যাচ্ছে।

সাগরদিঘির বিধায়ককে স্বাগত জানিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “বিধানসভায় জয়ের পর থেকেই বায়রনের আমার সঙ্গে যোগাযোগ করছিল। জনসংযোগ যাত্রাতেও আমাদের কথা হয়েছে। বিজেপির বিরুদ্ধে তৃণমূলের লড়াই সর্বাত্মক করতে তৃণমূলে যোগ দিলেন বায়রন। আমি তাঁকে স্বাগত জানিয়েছি। বিজেপির বিরুদ্ধে তৃণমূলের সৈনিক হিসাবে জোর গলায় লড়াই করবেন।“

এরপরেই কংগ্রেস-সিপিএম জোট নিয়ে তীব্র আক্রমণ করেন অভিষেক। তিনি বলেন, এই জোটের ফলে কাদের সুবিধা হয়েছে মানুষ দেখেছে! তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে বিজেপির হাত শক্তশালী করছে রামধনু জোট। এই জোটের নির্যাস শূন্য বলে তীব্র কটাক্ষ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর অভিযোগ, বাংলায় তৃণমূলকে ভাঙতে চেয়েছে কংগ্রেস। তাতে কার হাত শক্ত হবে? অভিষেক জানান, “আমরা ভাঙার খেলায় বিশ্বাস করি না, গড়ার খেলায় বিশ্বাস করি“।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*