আমডাঙায় তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত

আমডাঙায় তৃণমূল নেতা রূপচাঁদ মণ্ডল খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আলি আকবর মণ্ডল। অভিযোগ, তিনিই রূপচাঁদ মণ্ডলকে লক্ষ্য করে বোম ছুড়েছিল বলে অভিযোগ।  আমডাঙার তৃণমূল নেতা খুনে এই নিয়ে মোট চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের ঘটনার ১৪ দিনের মাথায় মাটিয়া থেকে গ্রেফতার করা হল মূল অভিযুক্তকে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  গত ১৭ নভেম্বর আমডাঙার কামদেবপুর হাটে তৃণমূল নেতা রূপচাঁদ মণ্ডলকে বোমা মেরে খুন করার অভিযোগ ওঠে। রূপচাঁদ মণ্ডল সেদিন বাজারে দাঁড়িয়ে আর পাঁচ জনের সঙ্গে গল্প করছিলেন। অভিযোগ, তখনই আচমকা বোমাবাজি শুরু হয় এলাকায়। বোমায় গুরুতর আহত হন রূপচাঁদ। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

দুষ্কৃতীরা সেদিন হেঁটে এসে বোমা মারে। বোমা মেরে বাজারে ভিড়ের মধ্যেই মিশে যায় দুষ্কৃতীরা। ঘটনায় চার জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হয় আনোয়ার হোসেন নামে এক জনকে। তার বেশ কয়েকদিন পর গ্রেফতার করা হয় আরেক অভিযুক্তকে। তবে অধরা ছিল অন্যতম অভিযুক্ত আলি আকবর মণ্ডল-সহ কয়েকজন। তবে এবার পুলিশের জালে অন্যতম অভিযুক্ত আলি আকবর মণ্ডল-সহ চার জন। মাটিয়া থেকে গ্রেফতার করা হয়েছে চার জনকে। পুলিশের দাবি, আলি আকবর মণ্ডলই নাকি বোমা ছুড়েছিল রূপচাঁদ মণ্ডলকে লক্ষ্য করে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*