আমি এক কথার ছেলে, পারলে আটকে দেখান, বিপ্লবকে চ্যালেঞ্জ অভিষেকের

অবশেষে রবিবার আগরতলায় রবীন্দ্র ভবন চত্বরে অনুষ্ঠিত হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেগা জনসভা। মঞ্চ থেকে বিপ্লব দেবের সরকারের বিরুদ্ধে কার্যত রণহুংকার দিতে দেখা যায় তাঁকে। এদিন তিনি বলেন, ‘বিপ্লব দেব আসলে এখন বিগ ফ্লপ দেব।’ একইসঙ্গে তাঁর প্রশ্ন, ‘আমাকে এত ভয় কেন? আমি আসব বলে কোভিড টেস্টের নিয়মই বদলে দিল। ১৪৪ ধারা জারি করার হলে আমার জন্য করুন, আমি আপনাকে RT-PCR রিপোর্ট দেখিয়ে দেব। ডবল ভ্যাকসিনেশন সার্টিফিকেট পাঠিয়ে দেব। এখানকার মা-বোনেদের কেন কষ্ট দিচ্ছেন? আসলে বিপ্লব দেব ভয় পেয়েছেন। মাথার উপর যে হাওয়াই চটি পরা মহিলা রয়েছেন। তাঁকে বিশাল ভয়।’

এদিন বিপ্লব দেবকে কার্যত চ্যালেঞ্জ জানান তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। অভিষেক বলেন, ‘২০২৩ পর্যন্ত ত্রিপুরার মাটি আঁকড়ে পড়ে থাকব। আমায় চেনেন না। আমি এক কথার ছেলে। যা বলি তাই করি। আমার জেদ ১০ গুণ। বিপ্লববাবু আমায় আটকে দেখাবেন। যা অত্যাচার করেছেন মানুষের উপর। পাঁচ বছরে আদায় করে দেখাব। বিপ্লব দেবের সরকারকে উপড়ে ফেলব। মানুষের রায়ে ক্ষমতায় আসবে তৃণমূল। একটা স্যুইচ টিপলে ১৫ জন বিধায়ক তৃণমূলে চলে আসবে।’

বিজেপির ডবল ইঞ্জিন সরকারকেও কটাক্ষ করেন অভিষেক। তাঁর কটাক্ষ, ‘ডবল ইঞ্জিন সরকার মানে কেন্দ্রে আর রাজ্যে চুরি। এই পরিবেশে তৃণমূলে শিল্প আসতে পারে? ত্রিপুরাকে দিল্লি পরিচালনা করবে না। ভবিষ্যতে দিল্লিকে ত্রিপুরা পরিচালনা করবে। কেউ বলতে পারবে এখানে মিসড কল দিয়ে কেউ চাকরি পেয়েছে? বাংলায় কিন্তু মানুষ লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে, কন্যাশ্রী পেয়েছে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*