জইশ জঙ্গি আবদুল মাজিদ বাবাকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ

ওয়ান্টেড জইশ-ই-মহম্মদ জঙ্গি আব্দুল মাজিদ বাবাকে গ্রেপ্তার করলো দিল্লি পুলিশের বিশেষ সেল। তার মাথার দাম ২লাখ টাকা ধার্য করেছিলো সরকার। শনিবার শ্রীনগর থেকে গ্রেপ্তার করা হয় তাকে। মঙ্গলবার বিশেষ সেলের ডিসিপি সঞ্জীব কুমার যাদব মাজিদের গ্রেপ্তারির খবর জানান। সঞ্জীব কুমার যাদব জানান, শনিবার দক্ষিণ শ্রীনগরের সৌরা থেকে মাজিদকে গ্রেপ্তার করা হয়। শ্রীনগরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে মাজিদকে পেশ করা হবে। তারপর তাকে ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে আসা হবে। আব্দুল মাজিদ সোপোর জেলার মাগরেপোড়ার বাসিন্দা।

এদিকে সোমবারই সন্দেহজনক গতিবিধির জন্য শওকত আহমেদ ও কুলগামের তৌফিক আহমেদ নামে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জম্মুর গুল এলাকা থেকে ভোর সাড়ে তিনটে নাগাদ তাদের গ্রেপ্তার করা হয়। ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কেন তারা রাতে ওই এলাকায় ঘোরাফেরা করছিল, তাদের সঙ্গে কে ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*