দু’হাজার টাকার নোট ছাপানো একেবারে কমিয়ে দিলো কেন্দ্রীয় সরকার

বাজারে এসেছে খুব বেশীদিন হয়নি। আর তারমধ্যেই মুখ থুবড়ে পড়লো ২০০০ টাকার নোট। কালো টাকা উদ্ধার, করফাঁকি এবং টাকা পাচার রুখতে মোদি এই নয়া নোট বাজারে এনেছিলেন। জানা গিয়েছে, ২০০০ টাকার নোট ছাপানো একদম কমিয়ে দিয়েছে কেন্দ্র। আস্তে আস্তে বাজারে ওই নোটর ব্যবহার কমানোই এর উদ্দেশ্য। তবে চালু দুহাজারি নোট যেমন চলছে, চলবে।

জানা যাচ্ছে, নোটবন্দির পর মোদি সরকার বুঝতে পেরেছে ২০০০ টাকার নোট বাজারে ছেড়ে নোটবন্দির কোনও সুফল মেলেনি। এব্যাপারে রিজার্ভ ব্যাঙ্কের কোনও বক্তব্য জানা যায়নি। এবছরের মার্চ পর্যন্ত বাজারে ১৮ লক্ষ কোটি টাকা মূল্যের নোট চালু ছিল। তার ৩৭ ভাগই ছিল ২০০০ টাকার নোট। এই বেশি অঙ্কর নোট ছাড়া নিয়ে সেসময়ই বিতর্ক শুরু হয়েছিল। বিরোধীদের বক্তব্য ছিল, বেশি দামি নোটে করফাঁকি ও কালোবাজারির সুযোগ আরও বাড়বে। এই সময়ের মধ্য়ে আয়কর দফতরও প্রচুর পরিমাণে ২০০০ টাকার নোট বাজেয়াপ্ত করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*