আচমকাই এসএসকেএম হাসপাতালে মমতা, কারণ জানালেন নিজেই

এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরের সময় জুন মাসে পায়ে চোট পান মুখ্যমন্ত্রী। এরপর থেকে একাধিকবার এসএসকেএমে এসেছেন তিনি। শুক্রবার আবারও সেখানে এলেন। এদিন গাড়ি থেকে নেমে মমতা বলেন, “সব ঠিক আছে। একটু চেক আপ করতে এসেছি। সময় পাই না। তাই এলাম। পরীক্ষানিরীক্ষা করব।” এরপরই হাসপাতালের ভিতরে ঢুকে যান তিনি।

গত জুন মাসে উত্তরবঙ্গ সফরে গিয়ে পায়ে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাকৃতিক দুর্যোগের কারণে মুখ্যমন্ত্রীর চপার সেবকে বায়ুসেনার এয়ারবেসে জরুরি অবতরণ করানো হয়েছিল। সেই সময়ই পায়ে চোট পান তিনি। কলকাতায় ফিরে এসএসকেএমে চিকিৎসার জন্য যান। তবে এসবের মধ্যেই এসএসকেএম সূত্রে শোনা যাচ্ছিল, মুখ্যমন্ত্রীর কাঁধে কোনও সমস্যা হচ্ছে। ডান কাঁধে জয়েন্টে ফোলা ভাব আছে। তা নিয়ে এসএসকেএমে আসতে পারেন তিনি। যদিও এদিন মমতা জানিয়ে দেন, তিনি ঠিক আছেন। চেকআপ করাতে এসেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*