আম্বানি আদানি নিয়ে মোদী – রাহুল তরজা

রোজদিন ডেস্ক :- লোকসভা ভোটের তৃতীয় দফার ঠিক পরেই রাজনৈতিক তরজার কেন্দ্রবিন্দুতে দু’টি নাম—আম্বানি ও আদানি! এবং সেটা নরেন্দ্র মোদীর মুখেই। শুধু দেশের প্রথম সারির দুই উদ্যোগপতির নাম করে মোদী রাহুল গান্ধীকে বিঁধলেন, তা-ই নয়, জুড়লেন ‘কালো টাকা’র প্রসঙ্গও। ঠিক যে যে বিষয়ে এতদিন কংগ্রেস-সহ বিরোধী নেতৃত্ব আক্রমণ করতেন মোদী ও তাঁর দলকে—সেই কথাই কেন প্রধানমন্ত্রীর মুখে, তা নিয়ে বিস্তর জল্পনা চলছে রাজনৈতিক মহলে। আর এই রাজনৈতিক টানাপড়েনের মধ্যে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ইঙ্গিতপূর্ণ প্রশ্ন, ‘তাহলে কি বন্ধুরা আর বন্ধু থাকছে না?’ মোদীকে তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেতৃত্বও।

রাফাল ইস্যু সামনে আসার পর থেকে তিনি শুধু একটাই মন্ত্র জপতেন—পাঁচ উদ্যোগপতি, পাঁচ উদ্যোগপতি। তারপরে তিনি বলতে শুরু করলেন আম্বানি-আদানি। কিন্তু যবে থেকে ভোট ঘোষণা হয়েছে, উনি আম্বানি-আদানির নাম করা বন্ধ করে দিলেন।’ মোদীর সংযোজন, ‘তেলঙ্গানার মাটি থেকে আমি প্রশ্ন করতে চাই, ওঁর ঘোষণা করা উচিত আম্বানি, আদানিদের থেকে ওঁরা কত টাকা নিয়েছেন? কত বস্তা কালো টাকা পৌঁছেছে? টেম্পো ভর্তি টাকা এসেছে? কেন রাতারাতি আম্বানি ও আদানিকে গালাগালি করা বন্ধ করে দিলেন? নিশ্চয়ই ডাল মে কুছ কালা হ্যায়! পাঁচ বছর ওঁদের গালাগালি করলেন, তারপরে রাতারাতি বন্ধ করে দিলেন?
মোদী কারও নাম না-করলেও তাঁর নিশানায় যে রাহুলই, তা স্পষ্ট। ঘটনা হলো, আদানি-আম্বানিদের মতো শিল্পপতিদের সঙ্গে মোদীর আঁতাঁতের অভিযোগ বারবার তুলেছেন রাহুল। তাঁর দাবি ছিল, বিজেপি সরকার ২২ জন ভারতীয়কে ‘আরবপতি’ বানিয়েছে, কংগ্রেস চায় ক্ষমতায় এলে কোটি কোটি দেশবাসীকে লাখপতি করতে।

নরেন্দ্র মোদী একটি নির্বাচনী সভা থেকে বলেন, ‘কংগ্রেসের শাহজাদা ঘোষণা করুন আম্বানি-আদানির থেকে কত মাল তুলেছেন? টেম্পো ভর্তি করে টাকার নোট পৌঁছেছে? কী সওদা হয়েছে যে আম্বানি-আদানিদের গালি দেওয়া বন্ধ করে দিলেন?’ পালটা রাহুল গান্ধী বলেন, ‘মোদীজি, আপনি কি একটু ঘাবড়ে গিয়েছেন? এই প্রথম প্রকাশ্যে আম্বানি-আদানির নাম বললেন! এটা আপনিও জানেন যে ওঁরা টেম্পো ভর্তি করে টাকা দেন? তা হলে এবার CBI-ED পাঠান।’
মোদীর এদিনের নজিরবিহীন আক্রমণ সম্পর্কে রাহুল মুখ না-খুললেও নরেন্দ্র মোদী কে পাল্টা তোপ দেগেছেন প্রিয়াঙ্কা গান্ধী ভাদরা। রায়বরেলিতে একটি নির্বাচনী সভা থেকে তিনি বলেন, ‘আজ নরেন্দ্র মোদী বলছেন রাহুল গান্ধী আদানির নাম নিচ্ছেন না। সত্যিটা হলো, রাহুল আদানিদের কথা প্রতিদিন বলছেন। প্রতিদিন উনি আদানিদের সম্পর্কে সত্যিটা তুলে ধরছেন আপনাদের সামনে।’
প্রিয়াঙ্কার সংযোজন, ‘রাহুল গান্ধী প্রতিদিন বলছেন, নরেন্দ্র মোদীর সঙ্গে বড় শিল্পপতিদের আঁতাত রয়েছে। কৃষকদের একটা টাকা মকুব না-করলেও মোদী তাঁর বন্ধুদের ১৬ লক্ষ কোটি টাকা মকুব করে দিয়েছেন। আগে নরেন্দ্র মোদী এর জবাব দিন।’ প্রিয়াঙ্কার যুক্তি, ‘প্রধানমন্ত্রী যখন ফুলটস খেলেন, তখন এসব অবান্তর প্রসঙ্গ সামনে আনেন। আমি ওঁকে চ্যালেঞ্জ করছি, উনি বেকারত্ব, দুর্নীতি, নারী নির্যাতনের প্রসঙ্গে ফুলটস খেলুন।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*