নিজের দলের বিরুদ্ধে আন্দোলন করলেন যশবন্ত সিনহা, পাশে থাকার আশ্বাস মমতা ব্যানার্জির

বিজেপি সরকারের বিরুদ্ধে কৃষকদের প্রতিনিধি হয়ে আন্দোলন করতে গিয়ে গ্রেফতার হলেন বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহা। সোমবার সন্ধ্যায় মহারাষ্ট্রের আকোলাতে গ্রেফতার করা হয় তাঁকে। পরে রাতের দিকে ছেড়ে দেওয়া হলেও, কৃষকদের দাবি না মেটা পর্যন্ত থানা চত্ত্বর ছেড়ে তিনি যাবেন না বলে সাফ জানান যশবন্ত।

প্রসঙ্গত, চলতি বছরে পোকার আক্রমণে মহারাষ্ট্রে সোয়াবিন ও তুলো চাষে বিপুল ক্ষতি হয়েছে। রাজ্য সরকারের কাছে ক্ষতিপূরণ চেয়ে ইতিমধ্যেই কৃষকরা আন্দোলন শুরু করেছে। তবে, তাতে কোনও লাভ হয়নি বলে অভিযোগ। এরপরই গোটা বিষয়টি নিয়ে কৃষকরা যশবন্ত সিনহার দ্বারস্থ হন। তিনি প্রতিশ্রুতি দেন, সরকারের পক্ষ থেকে এই বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রতিশ্রুতি মতোই রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন তিনি। দীর্ঘ সময় ধরে থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করার পর তাঁকে গ্রেফতার করে পুলিশ। পরে ছেড়ে দিলেও তিনি থানা চত্ত্বর ছাড়তে রাজি হননি।

এদিন যশবন্ত সিনহার গ্রেফতারি প্রসঙ্গে ট্যুইট করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন আমি খুবই চিন্তিত, প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহা জি জেলে। আমি সাংসদ দীনেশ ত্রিবেদীকে ওঁর সঙ্গে দেখা করতে পাঠিয়েছি। যশবন্ত সিনহা কৃষকদের জন্য লড়াই করছেন। ওঁর সঙ্গে আমাদের পুরোপুরি সমর্থণ রয়েছে।   

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*