এই দ্বীপ শুধুমাত্র মহিলাদের জন্য

আমেরিকার একজন ধনী মহিলা ক্রিস্টিনা রোথ ফিনল্যান্ডের উপকূলে একটি দ্বীপ গড়েছেন যা শুধুমাত্র মহিলাদের জন্য তৈরি করা হয়েছে। যে দ্বীপটিতে ‘সুপারশেলআইল্যাণ্ড’ নামে একটি রিসর্টও থাকবে। দ্বীপটির মালিক ক্রিস্টিনা রোথ জানান, তিনি মোটেও পুরুষ বিদ্বষী নন, বরং পুরুষদের সাথে তাঁর সময় কাটাতে ভালো লাগে। দ্বীপটি শুধুমাত্র মহিলাদের জন্য করার কারণ হিসাবে তিনি তাঁর মত জানান, মেয়েরা আলাদাভাবে থাকার কোনো সময় পায় না। ছুটির সময়ও অধিকাংশ মেয়ে সঙ্গের পুরুষের দিকে বেশি মনোযোগী থাকেন। আশেপাশে পুরুষ থাকলে মেয়েরা নিশ্চিন্তমনে ছুটি কাটাতে পারেন না। সবসময়ই বাড়তি টেনশন থাকে তাদের মধ্যে। এই দ্বীপটি তৈরির মুল উদ্দেশ্য হলো মেয়েরা যাতে নিজের ব্যাপারে মনোযোগী হয় সেই ব্যাপারে উৎসাহ দেওয়া। সেই সঙ্গে মেয়েরা মেয়েদের সান্নিধ্যে থেকে যাতে একে অন্যের স্বপ্ন এবং ইচ্ছের কথা জানতে পারেন সে জন্যও এমন উদ্যোগ নিয়েছেন।

ক্রিস্টিনার প্রেমিক যিনি ফিনল্যান্ডের অধিবাসী। তার মাধ্যমেই দ্বীপটির খোঁজ পান তিনি। আপাতত ক্রিস্টিনার বান্ধবীরাই শুধু দ্বীপটিতে যেতে পারছেন। আগামী জুনে এটি সব মহিলাদের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা করেছেন তিনি। পুরুষের সাহচর্য থেকে কিছুটা সময়ের জন্য আলাদা কিংবা জীবনের ব্যস্ততা থেকে কিছুটা সময় একাকী থাকতে চান এমন মহিলাদের জন্য এই দ্বীপ সাজানো হচ্ছে। দ্বীপটিতে মেয়েদের জন্য যোগব্যয়াম, মেডিটেশন, স্বাস্থ্যকর খাবার, রান্নার ক্লাস, ব্যায়ামের ক্লাস এবং আরও অনেক ধরনের ব্যবস্থা করা হচ্ছে।

ছবি ও তথ্য- সূত্র থেকে

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*