শুরু হল শীতকালীন অধিবেশন

শুক্রবার থেকে শুরু হল সংসদের শীতকালীন অধিবেশন।চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। এদিন প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত ভাষণের পর শোক জ্ঞাপন করে অধিবেশন মুলতবি হয়ে যায়৷এই অধিবেশনে তিন তালাক সম্পর্কিত মুসলিম ওম্যান রাইটস অন ম্যারেজ বিল সহ বেশ কয়েকটি বিল এই অধিবেশনে পেশ করা হতে পারে।

এদিন সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার বলেন, অধিবেশনে বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হবে এবং কয়েকটি বিষয়ে অর্ডিন্যান্সও জারি করা হবে। কেন্দ্রীয় সরকার চায়, দুই কক্ষের কাজকর্ম নির্বিঘ্নে চলুক। সংসদ বসার আগে সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধিবেশন ঠিকমতো চলার জন্য বিরোধীদের সহায়তা প্রার্থনা করেন।

অন্যদিকে, গুজরাটের ভোটপ্রচারে মোদী দাবি করেন, ভোটের ফল প্রভাবিত করতে পাকিস্তানের সঙ্গে হাত মেলান প্রাক্তন প্রধানমন্ত্রী। কংগ্রেস জানিয়ে দেয়, বিষয়টি নিয়ে সংসদে সরব হবে তারা। তাদের দাবি হয় কেন্দ্রকে এই দাবির স্বপক্ষে প্রমাণ দিতে হবে, না হলে ক্ষমা চাইতে হবে প্রধানমন্ত্রীকে।

Virus-free. www.avast.com

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*