নির্বিঘ্নেই মিটল হিমাচল প্রদেশের ভোট

শেষ হল হিমাচল প্রদেশের ভোট যুদ্ধ। বিকেল ৬টা অবধি ৭৪ শতাংশ ভোট পড়েছে বলে জানা গিয়েছে। এদিন হিমাচল প্রদেশের সিরমৌর কেন্দ্রে কয়েকটি ইভিএম মেশিন বিকল হয়ে পড়ে। সেকারনে কিছুটা দেরীতে হলেও শুরু হয় ভোটগ্রহণ। মোটের ওপর ভোট শান্তিপূর্ণ হয়েছে বলেই খবর। এদিন সকাল থেকেই বিভিন্ন বুথের সামনে ভোটারদের লম্বা লাইন চোখে পড়ে। বৃহস্পতিবার  সকাল ৮টা থেকে হিমাচল প্রদেশে শুরু হয় ভোটাভুটি। হিমাচল প্রদেশের ৬৮টি বিধানসভা আসনের জন্য ৫০ লক্ষেরও বেশী ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের ফলপ্রকাশ হবে ৪০ দিন পর অর্থাৎ ১৮ই ডিসেম্বর।

বছর ৮৩-এর মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের কাছে এই ভোট যেন ডু অর ডাই ম্যাচ। পরপর ৮ বার হিমাচল বিধানসভায় গিয়েছেন জাতীয় কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা। যদিও বীরভদ্র ইতিমধ্যেই জানিয়েছেন, এটাই তাঁর শেষ ভোট, এরপর থেকে রাজ্য কংগ্রেসের দায়িত্ব নেবেন তাঁরই ছেলে বিক্রমাদিত্য। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এবারের নির্বাচন খুব একটা সহজ হবেনা কংগ্রেসের কাছে। কারণ এবার খোদ মুখ্যমন্ত্রীরই  বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ। পাশাপাশি গেরুয়া ঝড় তো রয়েছেই। হিমাচল প্রদেশে এবারে জোরদার প্রচার চালিয়েছে বিজেপি। প্রচার সভায় ঝড় তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে দলীয় সভাপতি অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ একাধিক প্রথম সারির নেতারা। কংগ্রেসের হাত থেকে পাহাড়ি এই রাজ্য কেঁড়ে নেওয়ার বিষয়ে বদ্ধপরিকর গেরুয়া শিবির।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*