অ্যাসিড বৃষ্টির আশঙ্কা, কিলাউয়ার লাভা থেকে সংকটে তাপবিদ্যুৎকেন্দ্র

বিশেষ প্রতিনিধি, 

হাওয়াইয়ের মাউন্ট কিলাউয়া আগ্নেয়গিরি থেকে নতুন করে অগ্নুৎপাতে যে লাভা বের হচ্ছে, তা এবার এগোচ্ছে জিও থার্মাল পাওয়ার প্ল্যান্টের দিকে৷ অগ্নুৎপাতের ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অ্যাসিড বৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। পাওয়ার প্ল্যান্টের প্রায় পাঁচ কিলোমিটার দূরে সমুদ্রে লাভা মিশেছে৷ ফলে তৈরি হচ্ছে বিষাক্ত অ্যাসিড মেঘ সৃষ্টি হয়। জোরে হাওয়া চলায় এই মেঘ, হাওয়াই উপকূলের প্রায় ২৪ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়তে পারে এবং এ থেকে বিষাক্ত অ্যাসিড বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন৷

জানা গিয়েছে, লাভা এখন পুনা জিওথার্মাল ভেনচার পাওয়ার প্ল্যান্ট থেকে ২৫০০ মিটার দূরে রয়েছে৷ ইতিমধ্যেই পাওয়ার প্ল্যান্টের দুইটি সেকশন বন্ধ করে দিয়েছে প্রশাসন৷ তবে তৃতীয়টি বন্ধ করতে সমস্যায় পড়তে হচ্ছে কর্মীদের। সেখান থেকে প্রায় ৬০ হাজার গ্যালন জ্বালানি স্থানান্তরিত করা হয়েছে৷ এই পাওয়ার প্ল্যান্টটি থেকেই হাওয়াই দ্বীপের প্রায় ২৫ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করা হয়।

এদিকে, হাওয়াইতে এখন প্রায় ২৪টি ফাটল দিয়ে লাভা নির্গত হচ্ছে। ভূ-তাত্ত্বিকদের মতে, মাউন্ট কিলাউয়ার এই অগ্নুৎপাত শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়গুলোর মধ্যে অন্যতম।

গত দুদিন ধরে চলছে ছাইয়ের বৃষ্টি৷ মাস্ক না পরে বের হতে পারছেন না সাধারণ মানুষ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*