শুরু হল রূপানি ও প্যাটেলের নতুন ভাবে পথচলা

মঙ্গলবার গুজরাটের মুখ্যমন্ত্রী পদে দ্বিতীয় বারের জন্য শপথ নিলেন বিজয় রুপানি। এদিন গান্ধীনগরের নিউ সেক্রেটারিয়াট কমপ্লেক্সে রাজ্যপাল ও.পি কোহলির উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করলেন রূপানি। পাশাপাশি উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতিন প্যাটেল। এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ, প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানী, রাজনাথ সিং, রবিশঙ্কর প্রসাদ, নীতিন গড়কড়ি, রামবিলাস পাসোয়ানরা। ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং।

এদিকে মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী পদ ছাড়াও আর সি ফালদু, ভূপিন্দ্রসিন চুড়াসামা, কৌশিক প্যাটেল, দিলীপকুমার ভিরাজি ঠাকোর, ইশ্বরবাড়ি রমনভাই পারমান, প্রদীপসিন জাদেজা মন্ত্রী পদে শপথ নিলেন । এই নিয়ে টানা ছবার গুজরাট বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছে বিজেপি। ১৮২ আসন বিশিষ্ট বিধানসভার ৯৯টি আসন দখল করে গেরুয়া শিবির । বেশ কয়েকদিন ধরেই মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী পদে কে বসবেন তা নিয়ে চলছিল জল্পনা। কিন্তু গত শুক্রবার বিধায়কদের বৈঠকে স্থির হয় রূপানি ও নীতিন প্যাটেল দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী ও উপ মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন। আর সেই কথামতোই মঙ্গলবার শপথ নিলেন তাঁরা। এদিকে শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে দেওয়া হয় গান্ধীনগরকে। এদিন দুপুর পর্যন্ত বেশ কয়েকটি রাস্তাও বন্ধ রাখা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*