ভ্যালেনটাইন ব্রতকথা

আর্যতীর্থ:

কোন ডে যে চকোলেট কোন ডে যে টেডি।
আরচিস কার্ড নিয়ে রোজ থেকো রেডি।।
ট্যাঁকে যদি থাকে টাকা প্রেম টেম হবে।
নাচো বাছা ধেই ধেই প্রেম উৎসবে।।
ফেলো কড়ি মাখো তেল এ যুগের রীতি।
জাপানের তেল জেনো বিখ্যাত অতি।।
প্রেম যদি ঝাড় খেয়ে হয়ে যায় খাটো।
এই তেল প্রেমে দিয়ে তেড়েফুঁড়ে ওঠো।।
প্রেম খাও প্রেম পরো প্রেম মাখো চুলে।
মেয়ে যাবে পটে গা ডিও দিয়ে ধুলে।।
ক্যাফে কফি ডে’তে নাকি প্রেম খুব চলে।
উন্ডো শপিং সেরো সাউথ সিটি মলে।।
জি এফ এর নাম ট্যাটু করে রেখো গায়।
ডিজাইনটি দেখো যেন পাল্টানো যায়।।
এ ছার জগতে জেনো সকলই অনিত্য।
একই গার্ল ফ্রেন্ড হলে ভরে নাকো চিত্ত।।
ফেসবুকে বসে থেকো ছিপ ফেলে রোজ।
পরেরটি কে যে হবে ঠিক পাবে খোঁজ।।
চ্যাটের চাটনি খেয়ে নাহি ভরে পেট ।
প্রতিটি ভি ডে তে এনো নয়া সোল মেট।।
সোলমেটে ল্যাং মেরে হাফসোল দিলে।
বিয়ারে আউট হয়ো ইয়ার দোস্ত মিলে।।
স্ট্যাটাস আর ডি পি পরে পাল্টিয়ে দিও।
নতুন প্রেমের সাথী ফের বেছে নিও।।
বাইকে চড়িয়া নয়া গার্লফ্রেন্ড নিয়ে।
মাঝরাতে নেচোকুঁদো তন্ত্রায় গিয়ে।।
ভি ডে এলে কিনো কার্ড ডজনের দরে।
বিলাতে ভুলো না তাহা প্রতি ঘরে ঘরে।।
প্রেম প্রেম খেলে কর সফল জীবন।
নবপ্রেম পাঁচালি এবে করি সমাপন।।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*