কলকাতায় ভাসমান বাজার

এ যেন ব্যাংকক কিংবা থাইল্যান্ড। কলকাতায় জলের উপর ভাসমান বাজার। যা এখনও পর্যন্ত ভারতের মধ্যে প্রথম।

সেই ভাসমান বাজার শুরু হচ্ছে কলকাতা পুরসভার ১১০ নং ওয়ার্ড এর পাটুলি মোড়ের কাছে একটি ঝিলে।

এই ভাসমান বাজার কলকাতায় করার আইডিয়া যার মাথায় এসেছে তিনি আর কেউ নন তিনি হলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

এই ভাসমান বাজার তৈরি দায়িত্বে KMDA.

প্রায় ১০ কোটি টাকা খরচ হচ্ছে এই প্রজেক্ট সম্পূর্ণ করতে।

নতুন বছরেই শুরু হয়ে যাবে এই ভাসমান বাজার।

১১০ নং- এর ওয়ার্ডের কাউন্সিলর অরুপ চক্রবর্তী এদিন বলেন, তাঁর ওয়ার্ডে এই ভাসমান বাজার হচ্ছে। এটা তাঁর কাছে নতুন বছরের বড় পাওনা। তিনি আরও বলেন, মন্ত্রী ফিরহাদ হাকিম কোনও এক সময় তাঁর দফতরের কাজে ব্যাংকক গিয়েছিলেন।

ব্যাংকক গিয়ে এই ভাসমান বাজার দেখে এসেছিলেন মন্ত্রী। তাঁরপর তিনি কলকাতায় ওই ভাসমান বাজার করার কথা ভাবেন, সেইমত ভাসমান বাজারের কাজও প্রায় ৯০ শতাংশ শেষ হয়ে এসেছে।

এই ঝিলটি প্রায় ৫০০ মিটার লম্বা। ও ৭০ মিটার চওড়া।

ঝিলটিতে ১১৪ টি নৌকা থাকবে। প্রত্যেক নৌকায় ২টি করে দোকান থাকবে।

এই বাজারে মূলত থাকবে মাছ-সবজি থেকে শুরু করে বেশ কিছু দ্রব্যাদি।

রিপোর্টার- রফিক জমাদার

ছবি- রফিক জমাদার

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*