মন্দিরের ভক্ত সংখ্যায় রাশ টানল ন্যাশনাল গ্রিন ট্রাইবুন্যাল

বৈষ্ণদেবী মন্দিরে দিনে ৫০ হাজারের বেশি ভক্ত ঢুকতে পারবেন না। সম্প্রতি মন্দিরে ভক্তদের সংখ্যা বেঁধে দিল ন্যাশনাল গ্রিন ট্রাইবুন্যাল। ট্রাইবুন্যাল জানিয়েছে, দিনে ভক্তদের সংখ্যা ৫০,০০০ পেরিয়ে গেলে বাকি ভক্তদের হয় অর্ধকুমারীতে বা কাটরায় আটকে দিতে হবে। পাশাপাশি, জনপ্রিয় এই তীর্থস্থানটির পরিবেশ বাঁচাতে মন্দির চত্বরে ‌যে কোনও ধরনের নির্মাণ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের তরফে জানানো হয়েছে যে অতিরিক্ত ভক্ত সমাগমের জেরে বৈষ্ণোদেবী মন্দিরের কাঠামো নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ২৪ নভেম্বর থেকে মন্দিরে পায়ে হেঁটে বা ব্যাটারি চালিত গাড়িতে যাওয়ার নতুন রাস্তা খোলা হবে ৷ বৈষ্ণদেবীর এই মন্দিরে প্রতি বছর বহু পূণ্যার্থী দর্শনের জন্য আসেন। তবে জঙ্গি হামলা ও প্রাকৃতিক বিপ‌র্যয়ের কারণে গত কয়েক বছর ‌যাত্রী সংখ্যা বেশ খানিকটা কমে গিয়েছিল। ২০১৭-তে সেই সংখ্যা বেশ কিছুটা বেড়েছে বলে খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*