উচাঁহারে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৬

উত্তরপ্রদেশের রায়বেরেলির উচাঁহারে এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্রের ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন বহু শ্রমিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের। বুধবার ১ নভেম্বর ২০১৭ উত্তরপ্রদেশ সরকারের পর বৃহষ্পতিবার ২ নভেম্বর আক্রান্তদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী আর কে সিং এদিন রায়বেরেলি এসে মৃত শ্রমিকদের পরিবার পিছু ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণার পাশাপাশি গুরুতর আহতদের ১০ লক্ষ ও আহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের আশ্বাস দেন। অন্যদিকে গুজরাত সফর বাতিল করে এদিন রায়বেরেলি আসেন কংগ্রেসের ব্লু-আইড বয় রাহুল গান্ধী। স্থানীয়দের সঙ্গে কথা বলার পাশাপাশি আহতদের দেখতে হাসপাতালেও যান তিনি। ঘটনার জেরে বিপর্যস্ত উত্তরপ্রদেশের বিদ্যুৎ পরিষেবা। ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

বুধবার বিকেলে উত্তরপ্রদেশের উচাঁহার ন্যাশানাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ নম্বর ইউনিটে হঠাৎই বিস্ফোরণ হয়। সে সময় কর্মরত ছিলেন প্রায় ৩৫০ জন শ্রমিক। ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকারী এই ইউনিটের পাইপলাইনে ঘটে যায় বিস্ফোরণ। অত্যন্ত সংকটজনক অবস্থায় বেশ কয়েকজন শ্রমিক লখনউয়ের সিভিল হাসপাতালে চিকিৎসাধীন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*