নিউ ক্যালেডোনিয়ার পূর্বে ভূমিকম্প, সুনামির সতর্কতা

সোমবার দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিউ ক্যালেডোনিয়ার অন্তর্গত দ্বীপগুলি সংলগ্ন সমুদ্রের গভীরে ৭.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার ফলে নিউ ক্যালেডোনিয়া ও প্রতিবেশী ভানুয়াতুতে ছোট্ট সুনামির সৃষ্ট হয়েছে।

হাওয়াইয়ের প্যাসিফিক সুনামি সতর্কবাণী কেন্দ্রটি (PTWC) উপকূলরেখার জন্য উপকেন্দ্রটির ৩০০ কি.মি.র (১৮৬ মাইল) মধ্যে সুনামি সতর্কতা জারি করেছে, কিন্তু পরে বলা হয়েছে যে সুনামির বিপদটি কেটে গেছে।

সোমবারের ভূমিকম্পটি প্রথমে নিউ ক্যালেডোনিয়া থেকে প্রায় ৪২ কিলোমিটার (৫১ মাইল) দূরত্বে সমুদ্রের ১০ কিলোমিটার (ছয় মাইল) গভীরতায় আঘাত হেনেছে। একই জায়গায় দ্বিতীয়বার কম্পন অনুভূত হয় ১২ ঘন্টা আগে এবং গত মাসেও হয়েছিল।

মারে দ্বীপে নেঙ্গন গ্রামের হোটেলের ম্যানেজার রিগাল জানান, আমরা গত রাতে একটি ভূমিকম্প হয়েছে এবং আজকেরটি বেশ বড়রকমের কম্পন ছিল, যার জন্যে ভীষণ ভয়ে আছে। রিগাল বলেন, কোনও তাত্ক্ষণিক ক্ষতি হয়নি, কিন্তু পর্যটকদের সতর্কিত করা হয়েছে।

ছোট সুনামির ইঙ্গিত পাওয়া গেছে এবং নিউ ক্যালেডোনিয়া এবং ভানুয়াতুতে ছোট ছোট উচ্চ ঢেউ ভূমি থেকে এক মিটার (তিন ফুট) পর্যন্ত পৌঁছতে পারে। ভানুয়াতু’র জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অফিস দক্ষিণ উপকূলের বাসিন্দাদের উঁচু জায়গায় যাবার করার জন্য পরামর্শ দিয়েছেন।

নিউ ক্যালেডোনিয়া এর সিভিল সিকিউরিটি এজেন্সি তাৎণিকভাবে উপকূলীয় স্থানগুলি থেকে মানুষজনকে বহির্ভূত করার কোনো পরিকল্পনা করে নি।

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং হাওয়াই কর্তৃপক্ষ জানিয়েছে তাদের দেশের উপকূলভূমিগুলোর কোন সুনামির আশংকা নেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*