আজকের দিন

কর্নেলিয় সরাবজি

জন্মঃ ১৫ নভেম্বর ১৮৬৬
বিভিন্ন দিকে পারদর্শী তিনি এক বিখ্যাত মহিলা। তিনি ছিলেন প্রথম মহিলা যিনি বোম্বে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন, তিনি প্রথম ভারতয় মহিলা যিনি প্রথম অক্সফোর্ডে পড়াশোনা করার সুযোগ পান, তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, তিনিই প্রথম ভারতীয় মহিলা অ্যাডভোকেট।
.
আজ জন্মদিবসে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শ্রদ্ধাঞ্জলি।

বিরসা মুন্ডা

(১৫ সভেম্বর ১৮৭৫ – ১ জানুয়ারি, ১৯০২) তিনি ছিলেন ভারতের রাঁচি অঞ্চলের একজন মুন্ডা আদিবাসী এবং সমাজ সংস্কারক। তৎকালীন ব্রিটিশ শাসকদের অত্যাচার-অবিচারের ক্ষুব্ধ হয়ে তিনি আদিবাসী মুন্ডাদের সংগঠিত করে মুন্ডা বিদ্রোহের সূচনা করেন। বিদ্রোহীদের কাছে তিনি বিরসা ভগবান নামে পরিচিত ছিলেন।
.
মহাশ্বেতা দেবীর জনপ্রিয় উপন্যাস ‘অরন্যের অধিকার’ শহীদ বীরসা মুন্ডার জীবন নির্ভর। বিদ্রোহের পরে বিরসাসহ তাঁর শতাধিক সঙ্গী গ্রেপ্তার হন। বিচারে তাঁর ফাঁসির হুকুম হয়। ফাঁসির আগের দিন রাঁচি জেলের অভ্যন্তরে খাদ্যে বিষ প্রয়োগের ফলে বিরসার মৃত্যু ঘটে। ধৃত অন্যান্য দুজনের ফাঁসি, ১২ জনের দ্বীপান্তর এবং ৭৩ জনের দীর্ঘ কারাবাস হয়।
.
জন্মদিবসে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শ্রদ্ধাঞ্জলি।

সানিয়া মির্জা

(জন্ম নভেম্বর ১৫, ১৯৮৬) তিনি হলেন একজন পেশাদার ভারতীয় টেনিস খেলোয়াড়। তিনি ২০০৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত এক দশক উপরে ধরে ভারতীয় টেনিস অঙ্গনে এক নম্বর অবস্থান করা সর্বোচ্চ রেকর্ডধারী ভারতীয় খেলোয়াড়। পরবর্তীতে তার একক প্রতিযোগিতায় থেকে তার অবসর গ্রহনের পর থেকে অঙ্কিতা রায়না শীর্ষ স্থান দখল করেন।
.
আজ জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*