আজকের দিন

ঋত্বিক ঘটক বা ঋত্বিক কুমার ঘটক

(জন্ম : ৪ নভেম্বর, ১৯২৫ – মৃত্যু : ৬ ফেব্রুয়ারি, ১৯৭৬) একজন বিখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক। তাঁর জন্ম পূর্ববঙ্গের (বর্তমান বাংলাদেশের) ঢাকা শহরের ঋষিকেশ দাস লেনে। ১৯৪৭ এর ভারত বিভাগের পরে তাঁর পরিবার কলকাতায় চলে যায়। বাংলা চলচ্চিত্র পরিচালকদের মধ্যে তিনি সত্যজিৎ রায় এবং মৃণাল সেনের সাথে তুলনীয়। ভিন্নধর্মী চলচ্চিত্র নির্মাণের কারণে তিনি যেমন প্রশংসিত ছিলেন; ঠিক তেমনি বিতর্কিত ভূমিকাও রাখেন।
১৯৪৬ সালে রাজশাহী কলেজ থেকে আই.এ এবং ১৯৪৮ সালে বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে বি.এ ডিগ্রি লাভ করেন। ১৯৫০ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে এম.এ কোর্স শেষ করেও পরীক্ষা না দিয়ে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন তিনি।
ঋত্বিক ঘটক তাঁর প্রথম নাটক কালো সায়র লেখেন ১৯৪৮ সালে। একই বছর তিনি নবান্ন নামক পুণর্জাগরণমূলক নাটকে অংশগ্রহণ করেন। ১৯৫১ সালে তিনি ভারতীয় গণনাট্য সংঘে (আইপিটিএ) যোগদান করেন। এসময় তিনি নাটক লেখেন, পরিচালনা করেন ও অভিনয় করেন এবং বের্টোল্ট ব্রেশ্‌ট ও নিকোলাই গোগোল-এর রচনাবলি বাংলায় অনুবাদ করেন।
★পরিচালনা সম্পাদনা
নাগরিক, অযান্ত্রিক, বাড়ী থেকে পালিয়ে, মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার, সুবর্ণরেখা, তিতাস একটি নদীর নাম, যুক্তি তক্কো আর গপ্পো।
★কাহিনী ও চিত্রনাট্য সম্পাদনা
মুসাফির, মধুমতী, স্বরলিপি, কুমারী মন, দ্বীপের নাম টিয়ারং, রাজকন্যা, হীরের প্রজাপতি
★অভিনয় সম্পাদনা,
তথাপি, ছিন্নমূল, কুমারী মন, সুবর্ণরেখা, তিতাস একটি নদীর নাম,  ইত্যাদি তাঁর কালজয়ী সৃষ্টি।
তিনি পদ্মশ্রী, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কার ও অন্যন্য সম্মানে সম্মানিত হয়েছিলেন।
রোজদিনের পক্ষ থেকে জন্মদিবসে তাঁকে জানাই শ্রদ্ধাঞ্জলি।

তাবু ( তাবাচ্ছুম হাশমী) 

(জন্ম:  ৪ নভেম্বর ১৯৭১)

একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। তিনি মূলত, হিন্দি ছবিতে অভিনয় করেছেন। এছাড়াও তিনি অসংখ্য তেলুগু, তামিল, মালায়ালম, মারাঠি এবং বাংলা ভাষার ছায়াছবিতে কাজ করেছেন। তিনি হলিউড ছায়াছবিতেও অভিনয় করেছেন। তিনি দু’বার শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। এবং তিনি চারবার সেরা নারী অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার এর সমালোচকরা পুরস্কার সবচেয়ে জয়ের রেকর্ডধারী।
তিনি শাবানা আজমি ও বাবা আজমী এর ভাইঝি হন ও অভিনেত্রী ফারাহ নাজ এর ছোট বোন। তিনি উর্দু, তেলুগু, হিন্দি ও ইংরেজি ভাষায় কথা বলতে পারেন।
১৯৮০ সালে “বাজার” ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করেন এবং পরবর্তীকালে হাম নওজয়ান, কুলি নম্বর ১, প্যাহলা প্যাহলা প্যায়ার, বিজয়পথ, প্রেম, হকিকত, সাজন চলে শশুরাল ইত্যাদি সিনেমায় অভিনয় করেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*