ভারতে হামলার ছক জঙ্গীদের

উত্তর প্রদেশের অক্ষরধাম মন্দির ওড়ানোর পরিকল্পনার ছক কষেছিল জঙ্গিরা৷ সোমবার সন্ত্রাসদমন শাখার তরফে এমন কথাই জানানো হলো। সেই সঙ্গে এও জানানো হয় ২৬ জানুয়ারি দিল্লিতে প্যারেড বানচাল করারও প্রস্তুতি নিচ্ছিল তারা। সন্ত্রাসবাদ দমন শাখার তরফে জানানো হয়েছে, বিলাল আহমেদ ওয়ানি জানিয়েছে সে তার দুই সঙ্গীর সঙ্গে অক্ষরধাম মন্দির ওড়ানোর পরিকল্পনা করছিল। সেই সঙ্গে আরও জানায় ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন রাজধানীতে প্যারেডের অনুষ্ঠান বানচাল করবে তারা৷ উত্তর প্রদেশের সন্ত্রাসদমন শাখার সদস্যরা ও দিল্লি পুলিশ খবর পেয়ে একটি লজে হানা দেয়। ওয়ানির দুই সহযোগীকে সেখান থেকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, তাদের নাম মুদসির আহমেদ ওয়াহ ও মহম্মদ আশরফ। এদিকে বিনা টিকিটে ট্রেনে চড়ার জন্য শতাব্দী এক্সপ্রেস থেকে গ্রেফতার করা হয় ওয়ানিকে।

রবিবার ওয়ানিকে সন্ত্রাসবাদ দমন শাখার হাতে তুলে দেওয়া হয়। তাঁর কাছে থেকে আধার কার্ড সহ অনেক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে পুলিশ। জঙ্গিহানার খবর পাওয়া মাত্র জারি করা হয়েছে হাই অ্যালার্ট। মোতায়েন করা হয়েছে বিশাল নিরাপত্তা বাহিনী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*