টি-বোর্ডের হেড কোয়ার্টার কলকাতা থেকে যাচ্ছে অসমে, বিরক্ত, অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সফররত ক্রীড়া ও যুবকল্যাণ, পূর্ত মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, তাঁদের কাছে খবর রয়েছে, টি-বোর্ড-এর হেড কোয়ার্টার কলকাতা থেকে স্থানান্তরিত করে অসমের গুয়াহাটিতে নিয়ে যাওয়া হচ্ছে। এই খবর যদি সত্যি হয়, এতে মাননীয় মুখ্যমন্ত্রী বিরক্ত ও অসন্তুষ্ট। এবং টি-বোর্ডের মাথায় সদীয় সাংসদকে বসানো হয়েছে। অসমের বিজেপির সাংসদ প্রভাত কমল বেজবড়ুয়া-কে বসানো হয়েছে। টি-বোর্ডের মোট সদস্য ৩২, এর মধ্যে ২টি সদস্যপদ ফাঁকা রয়েছে এই মূহূর্তে। টি-বোর্ডের চেয়ারম্যান এতদিন সরকারি অফিসাররাই হতেন। এই প্রথম কোনও সাংসদকে এই পদে বসানো হলো। বিজেপি তার দলীয় সাংসদকে টি-বোর্ডের মাথায় বসিয়ে অগণতান্ত্রিক, স্বৈরাচারী মনোভাবের পরিচয় দিল। রাজ্য সরকারের কাছে এ রকম খবর এসেছে সূত্র মারফত। সূত্রের খবর সত্যি হলে মুখ্যমন্ত্রী বিরক্ত ও অসন্তুষ্ট। অরূপ বিশ্বাস বলেন, তাঁদের কাছে খবর এসেছে টি-বোর্ডের নামও পরিবর্তন করা হবে। পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্রীয় সরকারের বিমাতৃসুলভ আচরণের আরও একটি উদাহরণ হতে চলেছে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় পূর্ব রেল-এর বিভাজন সিদ্ধান্তের ঘটনা।

২.৩০ সময় ট্রাইডেন্ট হোটেলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে আসবেন উদ্ধব ঠাকরে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*