ভারতের ‌টি-২০ টিমে নতুন চমক

অনেকটা সিনেমার গল্পের মতোই মহম্মদ সিরাজের উত্থান। সোমবার হায়দরাবাদের অটোচালক মহম্মদ গাউসের ছেলে সিরাজের নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে ডাক পড়লো । সিরাজের সঙ্গে ১৬ জনের স্কোয়াডে নতুন মুখ মুম্বইয়ের ব্যাটসম্যান শ্রেয়স আয়ার৷ বাদ গেলেন কেদার যাদব৷ আবারও জায়গা হল না ঋষভ পন্থের৷ উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনি ও দীনেশ কার্তিক৷ সোমবার ঘোষিত টিমে সব নজর এবং চর্চা অবশ্য সিরাজের দিকেই৷ এই মুহূর্তে রঞ্জি ট্রফিতে কর্নাটকের সঙ্গে ম্যাচ খেলতে বেঙ্গালুরুতে হায়দরাবাদের এই পেসার৷ অবশ্য এই প্রথম প্রচারের আলোয় এলেন না সিরাজ৷ আইপিএল টেনের নিলামে প্রথম বার তাঁকে নিয়ে চর্চা শুরু হয়৷ আনক্যাপড ক্রিকেটার হয়ে নিলামে সিরাজকে ২ কোটি ৬০ লক্ষ টাকায় কেনে সানরাইজার্স হায়দরাবাদ৷ আইপিএলে যথেষ্ট ভালো বোলিং করেন সিরাজ৷
এ দিন সিরাজের গলায় দু’জনের জন্য কৃতজ্ঞতা, ‘লক্ষ্মণ স্যার (ভিভিএস লক্ষ্মণ ) ও অরুণ স্যার (ভরত অরুণ ) আমাকে দারুণ ভাবে গাইড করেছে আর প্রচুর সাহায্য করেছে৷ অরুণ স্যারের টেকনিক অসাধারণ৷ ওঁর থেকে অনেক ভ্যারিয়েশন শিখেছি৷ ’আলাদা করে রাহুল দ্রাবিড় নিয়ে সিরাজের বক্তব্য , ‘ইন্ডিয়া ‘এ ’ টিমে খেলার সময় রাহুল স্যরের থেকেও অনেক কিছু শিখেছি৷ নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন৷ আশা করি , এই ব্যাপারগুলো কাজে আসবে৷ ’ একই সঙ্গে বলেছেন , ‘আইপিএলের মতো প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচগুলো থেকে যে শিক্ষা পেয়েছি , তা এই সিরিজে কাজে লাগাতে চেষ্টা করব৷ ’ক্রিকেট অন্য রকম শান্তিও দিয়েছে সিরাজকে৷ নিজেই বলেছেন , ‘আইপিএলে সুযোগ পাওয়ার পর বাবাকে বলি তোমাকে আর কাজ করতে হবে না৷ এ বার বিশ্রাম নাও৷ এখন নতুন বাড়িও কিনেছি আমি৷ ’১ নভেম্বর থেকে দিল্লিতে শুরু হচ্ছে টি -টোয়েন্টি সিরিজ৷ সেটাই আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ আশিস নেহরার৷
ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড : রোহিত শর্মা, শিখর ধাওয়ান , বিরাট কোহলি (ক্যাপ্টেন ), লোকেশ রাহুল , মহেন্দ্র সিং ধোনি , মণীশ পাণ্ডে , দীনেশ কার্তিক , শ্রেয়স আয়ার , হার্দিক পান্ডিয়া , অক্ষর প্যাটেল , কুলদীপ যাদব , যুজবেন্দ্র চাহল , জশপ্রীত বুমরা , ভুবনেশ্বর কুমরা , আশিস নেহরা , মহম্মদ সিরাজ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*