সুকুমার রায়

আর্যতীর্থঃ

 

আজকে আবার পড়তে বোসো আবোলতাবোল

পাগলা দাশু নতুন করে পড়ুক মনে,

জীবনগাড়ি হুড়মুড়িয়ে সামনে ভাগে

আজকে থামাও মনকেমনের ইস্টিশনে।

 

ভেবে দেখো বয়েস তোমার কমতি নাকি?

উদো বুধো এসব হিসেব চাপায় ঘাড়ে,

রুমাল এখন হামেশা হয় বদলে বেড়াল

এখন বুঝি হ য ব র ল’র আসল মানে।

 

মাসমাইনের বেশীটা যায় ধার মেটাতে

বাকিটুকু  মাস চালানোর বাঁধা খাতে

কাকেশ্বরের কথাগুলোই সত্যি হলো

হিসেব শেষে পেন্সিলটাই থাকে হাতে।

 

‘ভয় পেয়োনা’ আজকে হলো উঠতি নেতা

হাসজারুদের রোজ দেখা যায় দলবদলে

জনতা আজ কুমড়োপটাশ, নাচছে শুধু

অগ্রগতি ওই যে বাঁধা খুড়োর কলে।

 

রামগরুড়ের ছানা এখন পাড়ায় পাড়ায়

হাসতে মানা কোনো নেতার বেফাঁস কথায়

দুটো ল্যাজের মালিক হয়েও হ্যাংলা হুঁকো

তিন নম্বর লাঙুল চেয়ে রোজ কেঁদে যায়।

 

যজ্ঞিদাসের মামারা আজ চ্যানেল জুড়ে

গুল মেরে যায় হরেক মালের বিজ্ঞাপনে

ছেলেবেলার দমফাটানো গল্প হাসির

আজকে যেন একটু কেমন অন্য মানে

 

আজকে একটু আবার পড়ো লেখাগুলো

পাগলা দাশু হতে থাকে ইচ্ছে সবার

আজও তারা হাসির ছলে ভাবিয়ে তোলে

জন্মদিনে প্রণাম জানাই রায় সুকুমার।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*