প্রবীণ কমিউনিস্ট নেতা সুকোমল সেনের জীবনাবসান

প্রয়াত হলেন প্রবীন কমিউনিস্ট নেতা সুকোমল সেন। দীর্ঘ রোগভোগের পর ২২ নভেম্বর সকাল ১০টায় তার জীবনাবসান হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩। সমস্ত মেহনতি মানুষের জন্য এবং কর্মচারী আন্দোলনে তাঁর ভূমিকা অনস্বীকার্য্য। পাশাপাশি তিনি ছিলেন একজন তাত্ত্বিক বাম নেতা। অল ইন্ডিয়া স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের জন্মলগ্ন থেকে তিনি ছিলেন পুরোধা। পরবর্তীকালে জেনারেল সেক্রেটারি হন এবং আমৃত্যু এই সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন। আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন আন্দোলনের জনপ্রিয় নেতা হিসাবে তিনি বহু দেশে যান। তিনি বেশকিছু মূল্যবান বইও রচনা করেন। তিনি ১২ বছর ধরে রাজ্যসভার সাংসদ হিসাবে নেতৃত্বের পরিচয় দেন। তাঁর স্ত্রী ও দুই পুত্র বর্তমান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*