ইন্দিরা গান্ধীর জন্মশতবর্ষ ঘিরে অধীর-সৌমেন দ্বন্দ্ব চরমে

রফিকুল জমাদারঃ ১৯ নভেম্বর প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মশতবর্ষ। দেশজুড়ে কংগ্রেস এই দিনটাকে বিশেষ অনুষ্ঠানের  মধ্যে দিয়ে  পালন করে থাকে। তবে জন্মশতবর্ষের অনুষ্ঠান উপলক্ষে প্রদেশ কংগ্রেসে গোষ্ঠী  কোন্দল প্রকাশ্যে। প্রসঙ্গত ১৯ নভেম্বর কলকাতায় আসছেন, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ওইদিন কলকাতা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট হলে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মশতবর্ষ পালনের অনুষ্ঠানের আয়োজন করেছেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা সৌমেন মিত্র। সূত্রের খবর, বিধান মেমোরিয়াল ট্রাস্ট এর ব্যানারে হবে ওই অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে যোগ দিতেই প্ৰাক্তন রাষ্ট্রপতির কলকাতা আসা। সেখানে ইন্দিরা গান্ধী স্মারক  বক্তৃতা পেশ করবেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

আর এখানেই সামনে আসছে কোন্দল। বেঁকে বসেছেন বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তাই সৌমেনের পাল্টা দিতে প্রদেশ কংগ্রেস সভাপতিও বিধানভবনে আয়োজন করেছেন ইন্দিরা গান্ধীকে নিয়ে এক বিশেষ অনুষ্ঠানে।

প্রদেশ কংগ্রেস সূত্রে আরও খবর, সৌমেন মিত্র প্রদেশ সভাপতিকে তার অনুষ্ঠানের আমন্ত্রণ জানালেও সেখানে যাবেন না অধীর। তার কারণ হিসেবে ঘনিষ্ঠ মহলে অধীরের যুক্তি “আমন্ত্রণের ক্ষেত্রে আন্তরিকতার অভাব ছিল।”

সূত্রের খবর আবার অধীরের পাল্টা হিসেবে সৌমেন মিত্র জানিয়েছেন , তিনি সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। তাঁর কর্তব্য মতো পর্ষদের সভাপতিকেও আমন্ত্রণ করেছেন। তিনি আসবেন কি আসবেন না সেটা তাঁর বিষয়।

কংগ্রেস সূত্রে খবর, এই মুহূর্তে প্রদেশ কংগ্রেসের ছবিটা যা বলছে তাতে,  সৌমেন মিত্র পাশে পাবেন, বিরোধী দলনেতা আব্দুল মান্নান, কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য, বিধায়ক অপূর্ব সরকারকেও। সেক্ষেত্রে সব ঠিক থাকলে পাল্লার ওজন কমতে চলেছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। সে যাই হোক পাল্লা ভারী বা কম, একটা বিষয় পরিস্কার যে প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মশতবর্ষতেও গোষ্ঠী কোন্দল অব্যাহত প্রদেশ কংগ্রেসে।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*